রাজ্যের শস্যভান্ডারে বিরাট ক্ষতি! জলে ভাসছে 'সোনার ফসল', মাথায় হাত চাষিদের

Last Updated:

Bardhaman News: মাঠের ধান ভাসছে জলে।

বর্ধমান: তিন দিনের টানা বর্ষনে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন রাজ্যের শস্যভান্ডার পূর্ব বর্ধমান কৃষকরা। জলে ভাসছে মাঠে পড়ে থাকা পাকা ধান। তিন দিনের টানা বৃষ্টি কৃষকদের চোখে জল এনে দিয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
পাকা ধানে একরকম মই দিয়ে দিল এই নিম্নচাপের বৃষ্টি। শুধু ধান নয়, ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষেরও। ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরাও।
রাজ্যের মধ্যে উৎকৃষ্ট মানের ধান চাষ হয় পূর্ব বর্ধমান জেলায়। লাল স্বর্ণ ও মিনিকেট চালের জন্য বিখ্যাত এই জেলা। অনেক জমিতেই এখনও ধান কাটা বাকি থেকে গিয়েছিল। সেই ধানে সর্বনাশ ডেকে আনলো এই নিম্নচাপের বৃষ্টি।
advertisement
advertisement
আরও পড়ুন- কলকাতা-সহ দক্ষিণের জেলায় জেলায় কতদিন চলবে বৃষ্টি? মেগা আপডেট দিল আবহাওয়া দফতর
মঙ্গলবার থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। মঙ্গলবার হালকা বৃষ্টি হলেও বুধবার থেকে তার তীব্রতা বেড়েছে। একটানা বৃষ্টি হয়েই চলেছে। তার জেরে পাকা ফসল ঘরে তোলার মুখে মাথায় হাত চাষিদের।
লাভ তো দূরের কথা। এখন সারা বছর খাবেন কি সেই ভাবনা শুরু হয়েছে কৃষকদের মনে। রায়না, খণ্ডঘোষ, গলসি, আউশগ্রাম, মঙ্গলকোট, ভাতার, কেতুগ্রামের। বহু জমিতে পাকা ধান ছিল শুধু কাটার অপেক্ষায়। কারও বা ধান কাটার পর মাঠেই পড়ে ছিল।
advertisement
অনেকে ধান গাছ বেঁধে এক স্থানে জড়ো করে রেখেছেন বাড়িতে আনার জন্য। সেই মুহূর্তে হাজির সর্বনাশের  নিম্নচাপের বৃষ্টি। জমিতেই পড়ে রয়েছে ধান। এক রকম জলে ভাসছে সেসব।
আরও পড়ুন- শীতের ছুটিতে চলুন নবাবিয়ানার হাজারদুয়ারিতে, জেনে নিন নতুন নিয়ম
সেই ধানের আর কিছুই আদায় করা সম্ভব হবে না। কৃষকরা বলছেন, বৃষ্টিতে ভিজে ধান মাঠে ঝড়ে যাবে। জলে ভিজে সেই ধানের কল বেরিয়ে যাবে। তার আর দাম মিলবে না। তাঁরা বলছেন, বার বারই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়তে হয়। তবুও পেটের দায়ে চাষ করতেই হয়। এবার এই ধান নিয়ে অনেকের অনেক স্বপ্ন ছিল। ফলন ভালো হবে বলেই আশা করা হয়েছিল।
advertisement
অনেকেই ধারদেনা করে, গয়না বন্ধক রেখে চাষ করেছিলেন। লাভের মুখ দেখবেন বলে আশা করেছিলেন অনেকেই। কিন্তু শেষ মুহূর্তে এই নিম্নচাপের বৃষ্টি সব আশায় জল ঢেলে দিল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যের শস্যভান্ডারে বিরাট ক্ষতি! জলে ভাসছে 'সোনার ফসল', মাথায় হাত চাষিদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement