West Bengal Weather Alert: কলকাতা-সহ দক্ষিণের জেলায় জেলায় কতদিন চলবে বৃষ্টি? মেগা আপডেট দিল আবহাওয়া দফতর

Last Updated:
West Bengal Weather Alert : শীতেও দিনভর বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন অনেকটাই ফাঁকা রাস্তা
1/6
*জেলা জুড়ে রাতভর বৃষ্টি চলার পরও, সকাল থেকেও যে অঝোরে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরেই বিভিন্ন এলাকায় রীতিমতো জমে গিয়েছে হাঁটু জল। ফাইল ছবি। 
*জেলা জুড়ে রাতভর বৃষ্টি চলার পরও, সকাল থেকেও যে অঝোরে বৃষ্টি। আর এই বৃষ্টির জেরেই বিভিন্ন এলাকায় রীতিমতো জমে গিয়েছে হাঁটু জল। ফাইল ছবি। 
advertisement
2/6
*বুধবার থেকেই জেলার আকাশ কালো মেঘে ঢেকে ছিল। তারপর রাত থেকেই বৃষ্টি শুরু বিক্ষিপ্ত বৃষ্টি। তবে ভোর রাত থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে জেলাজুড়ে। ফাইল ছবি।
*বুধবার থেকেই জেলার আকাশ কালো মেঘে ঢেকে ছিল। তারপর রাত থেকেই বৃষ্টি শুরু বিক্ষিপ্ত বৃষ্টি। তবে ভোর রাত থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে জেলাজুড়ে। ফাইল ছবি।
advertisement
3/6
*আলিপুর আবহাওয়া দফতর থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘুর্ণিঝড় ও গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে। বিশেষ করে দুই ২৪ পরগণায়। সেইমত সকাল হতেই বৃষ্টি শুরু হয়েছে জেলার সর্বত্রই। ফাইল ছবি। 
*আলিপুর আবহাওয়া দফতর থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল, তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘুর্ণিঝড় ও গভীর নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে। বিশেষ করে দুই ২৪ পরগণায়। সেইমত সকাল হতেই বৃষ্টি শুরু হয়েছে জেলার সর্বত্রই। ফাইল ছবি। 
advertisement
4/6
*জেলা সদর বারাসত, বনগাঁ, ব্যারাকপুর-সহ সর্বত্রই বৃষ্টি দেখা মিলল। একটানা বৃষ্টির প্রভাবে রাস্তাঘাট ফাঁকা, যাববাহনও খুবই কম চলছে রাস্তায়। মানুষজনও তুলনামূলক ভাবে অনেকটাই কম বেড়িয়েছে। ফাইল ছবি। 
*জেলা সদর বারাসত, বনগাঁ, ব্যারাকপুর-সহ সর্বত্রই বৃষ্টি দেখা মিলল। একটানা বৃষ্টির প্রভাবে রাস্তাঘাট ফাঁকা, যাববাহনও খুবই কম চলছে রাস্তায়। মানুষজনও তুলনামূলক ভাবে অনেকটাই কম বেড়িয়েছে। ফাইল ছবি। 
advertisement
5/6
*বৃষ্টির গতি খুব বেশি না হলেও, ঝিরিঝিরি বৃষ্টি অবিরাম চলছে জেলা জুড়ে। বৃষ্টির জমা জলের কারণে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। এখন কবে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে সেদিকেই তাকিয়ে জেলারবাসী। ফাইল ছবি। 
*বৃষ্টির গতি খুব বেশি না হলেও, ঝিরিঝিরি বৃষ্টি অবিরাম চলছে জেলা জুড়ে। বৃষ্টির জমা জলের কারণে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। এখন কবে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে সেদিকেই তাকিয়ে জেলারবাসী। ফাইল ছবি। 
advertisement
6/6
*তবে আবহাওয়ার দফতর সূত্রে জানানো হয়েছে, বৃষ্টি কাটলেই আসবে কাঙ্খিত শীত। ফাইল ছবি।
*তবে আবহাওয়ার দফতর সূত্রে জানানো হয়েছে, বৃষ্টি কাটলেই আসবে কাঙ্খিত শীত। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement