প্রসূতি মৃত্যুর হার কমাতে বর্ধমানে কড়া পদক্ষেপ, রেফার করলে হতে পারে শাস্তি!
- Published by:Raima Chakraborty
- Written by:Saradindu Ghosh
Last Updated:
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও গত তিন বছর ধরে প্রসূতি মৃত্যুর হার বেড়েছিল।
#বর্ধমান: প্রসূতি মৃত্যুর হার কমাতে ঝুঁকিপূর্ণ প্রসূতিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাইছে জেলা প্রশাসন। তার জেরে প্রসূতি মৃত্যু অনেকটাই কমেছে। গত এপ্রিল থেকে নভেম্বর মাসে পূর্ব বর্ধমানে প্রসূতি মৃত্যুর সংখ্যা গত বছরের চেয়ে বেশি ছিল। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও গত তিন বছর ধরে প্রসূতি মৃত্যুর হার বেড়েছিল। তবে শেষ ছ'মাসে এখানে প্রসূতি-মৃত্যুর হার অনেকটাই কম।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ব্লক বা মহকুমা হাসপাতাল থেকে রেফার করার প্রবণতা কমানোর চেষ্টা চলছে। সে জন্য আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের যৌথ ভাবে সমীক্ষা করে নিয়মিত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। ওই কর্মীরা ঠিকমতো পরিদর্শন করছেন কী না, ঝুঁকিপূর্ণদের চিহ্নিত করে উপযুক্ত ওষুধ খাওয়ানো হচ্ছে খাচ্ছে কি না, প্রসূতিরা কেন ঝুঁকিপূর্ণ সে সব খোঁজ নিতে জেলার ২৩টি ব্লকে এক জন করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ১ নজরদারির দায়িত্ব দিয়েছেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা।
advertisement
আরও পড়ুন: পার্থর শূন্যতা ভরাবে কে? 'দূত' নিয়ে দরজায় পৌঁছবেন খোদ 'দিদি'! মাস্টারস্ট্রোক মমতার
এ ছাড়াও প্রসূতি মৃত্যু কমাতে প্রত্যেক মহকুমা শাসক, বিডিও এবং সিডিপিও-কেও বাড়তি দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক বলেন, প্রসূতি ও শিশুদের নিয়ে নিচু স্তরে পৃথক ভাবে কাজ করে আশা, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকর্মীরা। তাঁরা যৌথ ভাবে কাজ করে তথ্যের আদানপ্রদান করলে ঝুঁকিপূর্ণ প্রসূতি ও অপুষ্টদের চিহ্নিত করার কাজে গতি আসবে। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: 'দিদির ভূতেদের তাড়াও, দেবানন্দপুর বাঁচাও', 'ভূতের' খোঁজে তুমুল চাঞ্চল্য ব্যান্ডেলে
জানা যায়, প্রসূতি-মৃত্যুর হার বৃদ্ধির জন্য কয়েকটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। সঙ্কটজনক অবস্থায় প্রসূতিদের রেফার করা হচ্ছে। তাতে মৃত্যুর হার বাড়ছে। অপ্রয়োজনে যেমন অনেক রেফার হচ্ছে, তেমনই অনেক ক্ষেত্রে রেফার করতে দেরি হওয়ায় প্রসূতির মৃত্যু হচ্ছে। আবার প্রসূতিদের স্বাস্থ্যপরীক্ষা ঠিকমতো হচ্ছে না। সে জন্য প্রসবের ঠিক আগে রক্তচাপ বৃদ্ধি-সহ নানা উপসর্গে মৃত্যু হচ্ছে। মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, প্রথমেই ঝুঁকিপূর্ণ প্রসূতিদের চিহ্নিত করে চিকিৎসা শুরু হয়ে গেলে রেফার করার প্রবণতা কমবে। তাতে মৃত্যুর হারও অনেকটা কমবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2023 5:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রসূতি মৃত্যুর হার কমাতে বর্ধমানে কড়া পদক্ষেপ, রেফার করলে হতে পারে শাস্তি!