Bardhaman News : তর্পণ করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেননি! মহালয়াতেই সব শেষ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Bardhaman News : একী ঘটে গেল! পূর্ব-পুরুষদের তর্পণ করতে গিয়ে এমন ঘটনা! ভাবার বাইরে
পশ্চিম বর্ধমান : নেমেছিলেন পূর্বপুরুষদের তর্পণ করতে। কিন্তু নিজেই পড়লেন মৃত্যুর করাল গ্রাসে। সলিল সমাধি হল বছর ৬৫ বছরের প্রৌঢ়ের। মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। অজয় নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল শ্রীধর চট্টপাধ্যায় নামের এক ব্যক্তির। অজয় নদীতে তর্পণ করতে নেমেছিলেন তিনি। কিন্তু অসাবধানতা বশত তিনি নদীতে তলিয়ে যান। তারপরেই এসেছে এই দুঃসংবাদ।
বারবার পুলিশের তরফ থেকে প্রচার করে সচেতন করা হয়েছে মানুষকে। গভীর জলে যেতে নিষেধ করা হয়েছে। তর্পণের সময় সাবধান থাকতে বলা হয়েছে। বিভিন্ন জনবহুল ঘাট গুলিতে ছিল নিরাপত্তা। কিন্তু তা সত্ত্বেও এড়ানো গেল না দুর্ঘটনা। যদিও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি তর্পণ করতেই নেমেছিলেন। গভীর জলে তিনি ইচ্ছাকৃত যেতেও চাননি। কিন্তু তিনি জলে নেমে নিজের ভারসাম্য রক্ষা করতে পারেননি। তিনি নদীতে ভুলবশত কোন গর্তে পা দিয়ে ফেলেছিলেন। তার জন্যই এমন দুর্ঘটনা।
advertisement
advertisement
উল্লেখ্য, মহালয়ার সকালে দামোদরের পাশাপাশি অজয় নদীর বিভিন্ন ঘাট গুলিতেও তর্পনের জন্য মানুষজনের ভিড় নেমেছিল। অন্যান্যদের মতোই পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শ্রীধর বাবু। বছর ৬৫’র ওই ব্যক্তি কাঁকসার শিবপুরের অজয় ঘাটে গিয়েছিলেন তর্পণ করতে। কিন্তু তর্পনের সময় তিনি কোনওভাবে দুর্ঘটনার শিকার হন। মূলত মনে করা হচ্ছে, তর্পণ করার সময় নদীতে নেমে তিনি ভুলবশত গভীর কোন জায়গায় পা রেখে ফেলেছিলেন। তারপরে আর নিজেকে সংযত রাখতে না পেরে গভীর জলে তলিয়ে যান।
advertisement
বেশ কিছুক্ষণ পরে থাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মহালয়ার পূণ্য লগ্নে যেখানে তিনি পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, সেখানেই তাঁকে মৃত্যুবরণ করতে হল। এই বিষয়টি আরও কাঁদিয়ে তুলছে পরিবারের সদস্যদের। পুজোর মুখে এমন দুর্ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরাও।
advertisement
Nayan Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 4:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News : তর্পণ করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেননি! মহালয়াতেই সব শেষ!