Bardhaman News: বাড়ছে লোকসান, কুলের তেমন চাহিদা না থাকায় হতাশ পূর্বস্থলীর চাষীরা
- Published by:Siddhartha Sarkar
- Written by:Saradindu Ghosh
Last Updated:
ফল বিক্রেতারা বলছেন, কমলালেবুর পাশাপাশি বিভিন্ন রকম কুলের বিক্রি চলছিল তবে এখন আঙুরের মরশুম শুরু হয়ে গিয়েছে। তাই কুল বিক্রির তাগিদ কম। ক্রেতাদের মধ্যেও কুলের আর তেমন চাহিদা নেই।
বর্ধমান: চাষ বাড়লেও চাহিদা নাই কুলের। দাম না মেলায় হতাশ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কুল চাষীরা। তারা বলছেন ফলন ভাল হলেও কম দামে কুল বিক্রি করে দিতে হচ্ছে। ফলে শ্রমিক লাগিয়ে ফসল তুলে লোকসানের মধ্যে পড়তে হচ্ছে। তারা বলছেন সরস্বতী পুজোর আগে কিছুটা চাহিদা ছিল এখন সেই চাহিদা কমেছে অনেকটাই। ফল বিক্রেতারা বলছেন, কমলালেবুর পাশাপাশি বিভিন্ন রকম কুলের বিক্রি চলছিল তবে এখন আঙুরের মরশুম শুরু হয়ে গিয়েছে। তাই কুল বিক্রির তাগিদ কম। ক্রেতাদের মধ্যেও কুলের আর তেমন চাহিদা নেই।
বেশ কয়েক বছর ধরেই পূর্বস্থলী দু'নম্বর ব্লকে বিভিন্ন রকমের কুল চাষ হচ্ছে। সেই কুলের চাষ দিন দিন বাড়ছে। অনেকেই সবজি বা ফুল চাষ ছেড়ে কুল চাষ শুরু করেছিলেন। এই ব্লকের সরডাঙা, মোয়াইল, দোঘড়ি-সহ বহু এলাকাতে বাও কুল, বল সুন্দরী, সুন্দরী, মিস ইন্ডিয়া প্রজাতির কুল চাষ হয়। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসমের পাইকারেরাও কিনে নিয়ে যান কুল। মূলত শীতের মরশুমে পাইকারি বাজারগুলিতে কুল বিক্রির রমরমা থাকে। কিন্তু এবার সেই কুলের চাহিদা বেশ কম। চাষিরা বলছেন, ছোট বাও কুল সরস্বতী পুজোর আগে কেজি প্রতি বিক্রি হয়েছে ১৬ থেকে ১৮ টাকা দরে। এখন সেই কুল তিন থেকে ছ'টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় বাও কুল কেজি প্রতি ২০-২২ টাকা দর থেকে নেমে দাঁড়িয়েছে ৮ থেকে ১২ টাকায়। সদ্য বাজারে আসা বলসুন্দরী বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ টাকা কেজিতে।
advertisement
advertisement
তবে ফল ব্যবসায়ীরা এই কুল বাজারে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছে। ফোরেরা তাদের লাভের লাভ বুঝে নিচ্ছে। চাষীদের সেভাবে কিছুই থাকছে না। কৃষকরা বলছেন, সার কীটনাশক থেকে শুরু করে চাষের সব কিছুরই দাম বেড়েছে। কাঁটার কারণে কুল গাছ থেকে পারার জন্য শ্রমিক পেতেও সমস্যা হয়। এরপরও সেই কুল বাজারে নিয়ে যেয়ে লোকসানে বিক্রি করে দিয়ে আসতে হচ্ছে। এবার বাইরের রাজ্যের পাইকারি ব্যবসায়ীদেরও সেভাবে দেখা মিলছে না। জমি বার্ষিক চুক্তিতে লিজ নিয়ে চাষ করেছেন অনেকেই। সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman,Barddhaman,West Bengal
First Published :
February 06, 2023 7:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বাড়ছে লোকসান, কুলের তেমন চাহিদা না থাকায় হতাশ পূর্বস্থলীর চাষীরা