Bardhaman News: বর্ধমান স্টেশন ওগুলো কী! গুণে-গুণে ৫৬টা! চমকে উঠল রেল সুরক্ষা বাহিনীর অফিসাররাও
- Written by:Saradindu Ghosh
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Bardhaman News: পাখি পাচার করার সময় বর্ধমান স্টেশনের ৪ নং প্ল্যাটফর্ম থেকে এক পাচারকারীকে গ্রেফতার করল বর্ধমান স্টেশনের রেল সুরক্ষা বাহিনী।
বর্ধমান: বর্ধমান স্টেশন থেকে উদ্ধার হল ৫৬টি টিয়া পাখি। এছাড়াও কয়েকটি ময়নাও উদ্ধার করা হয়েছে। বেআইনিভাবে পাখি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাখিগুলি বন দফতরের হাতে তুলে দিয়েছে আর পি এফ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, পাখিগুলি সুস্থ কিনা তা বুঝতে চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে। এরপর সেগুলিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।
পাখি পাচার করার সময় বর্ধমান স্টেশনের ৪ নং প্ল্যাটফর্ম থেকে এক পাচারকারীকে গ্রেফতার করল বর্ধমান স্টেশনের রেল সুরক্ষা বাহিনী। ধৃত ব্যক্তির নাম মহম্মদ জাহিদ। বাড়ি বর্ধমানের হরেরডাঙ্গা, দুবরাজ দক্ষিণ পাড়া রোড এলাকায়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে তিনটি নাইলন ব্যাগের ভিতর তিনটি খাঁচায় ৫৬টি৫৬টি দেশী টিয়া পাখি ও ৪টি ভারতীয় প্রজাতির ময়না উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত তার অপরাধ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে এরপর বন্য প্রাণী সুরক্ষা ও সংরক্ষণ আইনের ধারায় গ্রেফতার করে বিভাগীয় বন দফতরের রেঞ্জ অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরপিএফ সূত্রে জানা গেছে, বর্ধমান রেল স্টেশনের বিভিন্ন প্লাটফর্মে নজরদারি চালানোর সময় প্লাটফর্মে এক ব্যক্তিকে কাঁধে তিনটি নাইলনের ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে আরপিএফের কর্তব্যরত অফিসারেরা। ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে তার ব্যাগ গুলো তল্লাশি করতেই তিনটি খাঁচায় প্রচুর পাখি দেখতে পায় তারা। ধৃত ব্যক্তি এতো পরিমাণ পাখি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তার সদুত্তর দিতে না পারায় এবং কোন বৈধ কাগজপত্র তার কাছে না থাকায় পুলিশ মহম্মদ জাহিদকে গ্রেফতার করে। পাশাপাশি পাখি ভর্তি ব্যাগ গুলোকেও বাজেয়াপ্ত করে।
advertisement
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে রেল ও সড়ক পথে এইসব পাখি আনা হয়। অনেক সময় পাখিদের ঠোঁট সুতো দিয়ে বাঁধা থাকে। সে কারণে পাখিগুলি শব্দ করতে পারে না। বাইরের রাজ্য থেকে আনা এইসব পাখি এখানে বিক্রি করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 01, 2023 6:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বর্ধমান স্টেশন ওগুলো কী! গুণে-গুণে ৫৬টা! চমকে উঠল রেল সুরক্ষা বাহিনীর অফিসাররাও







