বর্ধমানে বিরাট চমক, বদলে যেতে চলেছে এই এলাকার ছবি
- Written by:Saradindu Ghosh
- Published by:Suvam Mukherjee
Last Updated:
কার্জন গেট থেকে বীরহাটা বাঁকা নদীর ব্রিজ পর্যন্ত জি টি রোডের ধারের ভবনও নীল-সাদা রঙে সাজানোর পরিকল্পনা নিয়েছে বর্ধমান পুরসভা।
#বর্ধমান: নীল-সাদা রঙে সাজিয়ে তোলা হচ্ছে বর্ধমান শহরকে। বর্ধমানের প্রাণকেন্দ্র বলে পরিচিত কার্জন গেট সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়ন আগেই করা হয়েছে। কার্জন গেট চত্বরে জিটি রোডের দুই পাশের ভবন ও তার দেওয়াল নীল-সাদা রঙে সাজানো হয়েছে আগেই। এবার কার্জন গেট থেকে বীরহাটা বাঁকা নদীর ব্রিজ পর্যন্ত জি টি রোডের ধারের ভবনও নীল-সাদা রঙে সাজানোর পরিকল্পনা নিয়েছে বর্ধমান পুরসভা।
পুজোর অনেক আগেই বর্ধমানের কার্জন গেট সংলগ্ন এলাকার ফুটপাথ ও তার পাশে থাকা বিভিন্ন ভবনের দেওয়াল নীল সাদা রঙে করে সাজিয়ে তোলা হয়। দেওয়ালে লাগানো বিভিন্ন বোর্ডে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। ফুটপাথের রেলিংজুড়ে টবে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে। এবার শহরকে সাজাতে কার্জন গেট থেকে বীরহাটা ব্রিজ পর্যন্ত এলাকায় জিটি রোডের পাশের ভবনগুলিও রঙ করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।ইতিমধ্যে এই কাজের জন্য পুরসভা টেন্ডার প্রক্রিয়া শেষ করেছে। খুব তাড়াতাড়ি এই কাজ শুরু হয়ে যাবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, কার্জন গেট থেকে বীরহাটার দিকে জি টি রোডের ডানদিকের ভবনগুলি রঙ করা হবে। ইতিমধ্যে সেইসব ভবন মালিকদের কাছ থেকে সম্মতিও নেওয়া হয়েছে বলে খবর। পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন, শহরজুড়েই সৌন্দর্যায়নের কাজ চলছে। কার্জন গেট থেকে বীরহাটা পর্যন্ত রাস্তার আশেপাশে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হবে।
advertisement
আগেই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান শহরের বি সি রোড সংস্কারের কাজ করা হয়েছিল। এই রাস্তা চওড়া করার পাশাপাশি রাস্তার দুধারে রেলিং বসানো হয়েছে। হকারদের রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে ছোট জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। সেই রাস্তা চওড়া হওয়ায় খুশি বাসিন্দারা। বিধায়ক খোকন দাস বলেন, কার্জন গেট চত্বরের পর বীরহাটা এলাকার সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। কার্জন গেটের মতো সেখানেও বিশ্ব বাংলার লোগো বসানো হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 14, 2022 6:59 PM IST










