Bardhaman News: দীর্ঘ উৎকন্ঠার পর মিলল 'সাফল্য', বিরল নজির গড়ল বর্ধমান মেডিক্যাল!

Last Updated:

Bardhaman News: এই ঘটনাকে মেডিকেল পরিভাষায়  বলে   delayed delivery of second twins baby।

বর্ধমান মেডিক্যাল কলেজের বিরল সাফল্য
বর্ধমান মেডিক্যাল কলেজের বিরল সাফল্য
বর্ধমান: এ এক অনন্য নজির। বিরল সন্তান প্রসবের ঘটনায় নজির তৈরি করল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। চিকিৎসকদের বিরল সাফল্যকে কুর্ণিশ জানিয়ে শিশুর নামকরণও করা হল ‘সাফল্য’। যমজ বাচ্চার ক্ষেত্রে একটি বাচ্চা পূর্ণাঙ্গ রূপ পাওয়ার আগেই ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরও আর একটি বাচ্চার জন্মের ক্ষেত্রে সর্বাধিক দিন তাকে মায়ের জরায়ুতে রেখে ভূমিষ্ট করানোর ঘটনায় তৈরি হল নজির।
এই ঘটনাকে মেডিকেল পরিভাষায়  বলে   delayed delivery of second twins baby। যমজ বাচ্চার ক্ষেত্রে প্রথম বাচ্চা ১৭ সপ্তাহে প্রিম্যাচিউর অবস্থায় প্রসব হয়ে যাওয়ার পরও প্রসূতিকে সরকারি পরিকাঠামোয় বিশেষভাবে পর্যবেক্ষণে রেখে প্রায় ১২৫ দিন পর জন্ম হল দ্বিতীয় বাচ্চার।
বর্ধমান মেডিকেলের সুপার তাপস ঘোষ জানান,জামালপুরের কুলিনগ্রামের বাসিন্দা পম্পা প্রামাণিক তার প্রথম আইভিএফ ফেল হওয়ার পর আবার দ্বিতীয় আইভিএফ করান। সেটা সাকসেসফুল হয়।তবে এক্ষেত্রে তার যমজ বাচ্চা হওয়ার কথা ছিল। এমতাবস্থায় ১৭ সপ্তাহ নাগাদ হঠাৎ শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত ১১ জুলাই তাকে বর্ধমান হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। ১২ জুলাই প্রিম্যাচিউর অবস্থায় তার একটি বাচ্চা ভূমিষ্ট হয়ে যায়।
advertisement
advertisement
এখানেই প্রচন্ড চ্যালেঞ্জিং মুহূর্ত তৈরি হয়।কারণ প্রসূতির বয়স প্রায় ৪১ বছর। এ ক্ষেত্রে এটা ছিলো দ্বিতীয় আইভিএফ। এই রকম পরিস্থিতিতে দ্বিতীয় বেবিকে সুস্থ অবস্থায় মায়ের কোলে তুলে দেওয়াই ছিলো চ্যালেঞ্জ চিকিৎসকদের কাছে। কারণ এক্ষেত্রে বেশ কয়েকটি প্রতিবন্ধকতাও ছিলো।প্রথমত,এই ধরনের পরিস্থিতিতে মা এর শরীরে ইনফেকশনের একশো শতাংশ সম্ভবনা থাকে। দ্বিতীয়ত,প্রথম বেবি হওয়ার পর দ্বিতীয়ও বেবিও খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার চান্স খুব বেশী থাকে। তৃতীয়ত,প্লাসেন্টা বা গর্ভফুলে লিকুইড কমে গেলে বাচ্চার বৃদ্ধি ব্যহত হতে পারে এবং অনেক ক্ষেত্রে মাতৃজঠরের বিভিন্ন কর্ডে বেবি জড়িয়ে গিয়েও বিপদ হতে পারত।এই চ্যালেঞ্জকে গ্রহন করেই বর্ধমান হাসপাতালের স্ত্রী ও প্রসূতি চিকিৎসক মলয় সরকারের নেতৃত্বে ডাক্তার এস.পি সরকার,কৃষ্ণপদ দাস,মুকুট ব্যানার্জী,সুমন্ত ঘোষ মৌলিক ও অর্পিতা প্রামাণিক-দের নিয়ে ১০ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়।
advertisement
প্রাথমিকভাবে ভূমিষ্ট হয়ে যাওয়া বাচ্চার প্লাসেন্টার কর্ডটিকে ব্লক করে পুনরায় সমগ্র প্ল্যাসেন্টাকে জরায়ুতে স্থাপন করা হয়। প্রসূতিকে একটি বিশেষ ওয়ার্ডে সিফট করে শুরু হয় কঠোর পর্যবেক্ষন ও চিকিৎসা।এইভাবে প্রায় ১২৫ দিন প্রসূতিকে রাখার পর গত ১৪ নভেম্বর ৩৬ সপ্তাহের মাথায় সিজারের মাধ্যমে দ্বিতীয় বেবির জন্ম হয়। দ্বিতীয় বেবির ওজন হয়েছে প্রায় ২ কেজি ৯০০ গ্রাম এবং বর্তমানে সে সুস্থ।চিকিৎসা ব্যবস্থায় এই ধরনের ঘটনা রাজ্যে,দেশ তো বটেই বিশ্বের মধ্যে বিরল।
advertisement
বর্ধমান হাসপাতালের চিকিৎসকদের এই অভাবনীয় সাফল্যকে কুর্ণিশ জানিয়েছেন প্রসূতির স্বামী পেশায় মুদি ব্যবসায়ী অনুপ প্রামানিক। এই বিরল কৃতিত্বকে সম্মান জানাতে ডাক্তারদের কথামত ছেলের নামকরণ করেন ‘সাফল্য’।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: দীর্ঘ উৎকন্ঠার পর মিলল 'সাফল্য', বিরল নজির গড়ল বর্ধমান মেডিক্যাল!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement