Bengal Election Phase 5: 'বিজেপি জিতবে না বলেই তৃণমূলের প্রচারের সময় কমানো হল', মমতার নিশানায় ফের কমিশন

Last Updated:

এ দিন মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেছেন, বাংলায় করোনা বাড়ছে বিজেপি-র নিয়ে আসা বাইরের লোকেদের জন্য৷

#বর্ধমান: বাকি যে আসনগুলিতে নির্বাচন রয়েছে, তাতে একটিও আসন জিতবে না বিজেপি (BJP)৷ আর সেই কারণেই তৃণমূলকে বিপাকে ফেলতে প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে৷ এ দিন পূর্বস্থলীর সভা থেকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ যদিও মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসী, প্রচারের সময় কমালেও মানুষ এমনিই তৃণমূলকে (TMC) ভোট দেবেন৷
করোনার কথা মাথায় রেখে ষষ্ঠ দফা থেকে প্রচারের সময়ে কাটছাঁট করেছে নির্বাচন কমিশন৷ বাকি তিন দফায় সব দল এবং প্রার্থীকেই প্রচার সারতে হবে সকাল দশটা থেকে সন্ধে সাতটার মধ্যে৷ ভোটগ্রহণের ৭২ ঘণ্টা আগে বন্ধ হবে প্রচার৷ তৃণমূলের অবশ্য দাবি ছিল, বাকি তিন দফার ভোট একসঙ্গে করানো হোক৷ যদিও সেই দাবি মানেনি নির্বাচন কমিশন (Election Commission)৷
advertisement
এ দিন পূর্বস্থলীর সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম তোমরা ভোটের দিনটা কমিয়ে দাও, শুনল না৷ কিন্তু ভোটের প্রচারের সময়টা তোমরা কমিয়ে দিয়েছে৷ কারণ নরেন্দ্র মোদিদের প্রোগ্রাম আর নেই বলে তাই৷ অমিত শাহের প্রচারে লোক হচ্ছে না তাই৷ তুমি আমার মিটিংটা সকাল ১০টা থেকে সন্ধে ৭টার মধ্যে নিয়ন্ত্রিত করে দিয়েছো৷ পঞ্চম দফার মতো ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার আগে ৭২ ঘণ্টা করে প্রচার করতে দেবে না৷ আমার কটা দিন নষ্ট হল? চারটে দিন নষ্ট হল, আগে চব্বিশ ঘণ্টা নষ্ট করেছে৷ তার মানে আমার পাঁচটা দিন নষ্ট করেছে৷ বুঝলেন কিছু?'
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, 'এখন যেহেতু বিজেপি জানে এই সিটগুলোয় একটাতেও জিতবে না৷ তাই তৃণমূলের প্রচারের সময় কমিয়ে দাও৷ তৃণমূলের মিটিং করার দরকার নেই৷ মা ভাই বোনেরা এমনিই তৃণমূলকে ভোট দেবে৷ তুমি আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করছ, কণ্ঠ রোধ করার চেষ্টা করছ৷'
এ দিন মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেছেন, বাংলায় করোনা বাড়ছে বিজেপি-র নিয়ে আসা বাইরের লোকেদের জন্য৷ ক্ষুব্ধ মমতা বলেন, 'নরেন্দ্র মোদির সভার জন্য প্যান্ডেলের লোকও বাইরে থেকে নিয়ে আসে৷ এদের কোভিড আছে কি না জানব কী করে? এর পর বাংলায় কোভিড বাড়লে তার দায় নরেন্দ্র মোদিকে নিতে হবে, অমিত শাহকে নিতে হবে৷'
advertisement
পূর্বস্থলীর সভা থেকে ফের একবার কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষ ভাবে কাজ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, বিজেপি-র কথা শুনে কাজ করতে গিয়ে বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে৷ শীতলকুচির মতো ঘটনা ঘটলে ভবিষ্যতে আদালতে কোনও মামলা হলেই বাহিনীর সদস্যদেরই হয়রানি হবে বলেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Election Phase 5: 'বিজেপি জিতবে না বলেই তৃণমূলের প্রচারের সময় কমানো হল', মমতার নিশানায় ফের কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement