বিশেষভাবে সক্ষম ‘দুই ভাই’ নির্বাচন কমিশনের মুখ ছিল, আজ তাঁরা পাচ্ছেন না ভ্যাকসিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভোটে দুই ভাইকে আইকন করেছিল নির্বাচন কমিশন, এখন কেমন আছে তাঁরা?
#বর্ধমান: ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি ফোটে। ভোট ফুরোলে সেসব মনে রাখে না অনেক রাজনৈতিক দলই। যেমন এই বিশেষভাবে সক্ষম দুই ভাইকে ভুলতে সময় নেয়নি নির্বাচন কমিশন। করোনার ভ্যাকসিন পেতে অনেক কাপড় পড়াতে হয়েছে তাদের। শেষে সংবাদ মাধ্যম ও স্বেচ্ছাসেবী সংস্থার তৎপরতায় সদ্য প্রথম ডোজ পেয়েছেন তাঁরা। শুধু ভ্যাকসিনটুকুই শেষ চাহিদা নয়, মাথা গোঁজার ঠাঁইটুকুও যে বড্ড নড়বড়ে। দেখুন নিউজ এইট্টিন বাংলার স্পেশাল রিপোর্ট।
বিধানসভা ভোটে নির্বাচন কমিশন তাঁদের পূর্ব বর্ধমান জেলার মেমারি-১ ব্লকের আইকন করেছিল। ভোট মিটে গিয়েছে। তার পর আর খোঁজ রাখেনি প্রশাসন। করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেতে চূড়ান্ত হয়রানির শিকার হতে হল নির্বাচন কমিশনের আইকন প্রতিবন্ধী দুইভাইকে। কয়েকবার হাসপাতালে লাইন দিয়েও ভ্যাকসিন মেলেনি। বিডিওকে মৌখিকভাবে জানিয়েও কোভিড ভ্যাকসিন পাননি মেমারির কলানবগ্রামের সঞ্জীব মণ্ডল ও মানিক মণ্ডল। তাঁদের চলা ফেরা করতে হুইল চেয়ারই ভরসা। নির্বাচন কমিশনের আইকন হিসেবে তাঁরা হুইল চেয়ারে বসেই এলাকায় ঘুরে প্রতিবন্ধী ও বয়স্ক মানুষদের পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন জানিয়েছেন। এখন ভ্যাকসিনের জন্য তাঁরা হাসপাতালের দরজায় দরজায় ঘুরেছেন। ভ্যাকসিন মেলেনি।পাবেন জানেন না। স্থানীয় পাল্লারোড হাসপাতালে অনেকবার গিয়েছেন। ফিরেছেন ব্যর্থ মনোরথে। হাসপাতাল থেকে তাঁদের বলা হয়েছিল, ভ্যাকসিন নেই।পরে খোঁজ নিতে। অবশেষে সংবাদ মাধ্যম ও স্বেচ্ছাসেবী সংস্থার সক্রিয়তায় মিলেছে ভ্যাকসিন।
advertisement
এই ভ্যাকসিন হয়তো মারণ রোগের বিরুদ্ধে লড়াই কিছুটা সহজ করবে। কিন্তু সেটাই যে সব নয়। কলানবগ্রামে এক কুটুরি মাটির ঘর। মাটির এক কুটুরি ঘর। তাতেই মায়ের সঙ্গে বসবাস দুই ভাইয়ের। অভাবের সংসার। ঝিটেবেড়ার ঘরে থাকে হাঁস মুরগি। সেসব পালন করে এবং প্রতিবেশীদের দয়া দাক্ষিন্যে কোনও রকমে দিন কাটে। কোনও রকম ভাতা পাননা। সরকারি আবাস যোজনায় বাড়িও পাননি নির্বাচন কমিশনের এই দুই আইকন। অবশেষে বহু প্রতীক্ষার পর ভ্যাকসিনের প্রথম ডোজ মিললেও মানিক বলেই ফেললেন, মাথা গোঁজার একটা স্হায়ী ব্যবস্থা খুবই প্রয়ােজন।
advertisement
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2021 11:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশেষভাবে সক্ষম ‘দুই ভাই’ নির্বাচন কমিশনের মুখ ছিল, আজ তাঁরা পাচ্ছেন না ভ্যাকসিন