হোম /খবর /বর্ধমান /
ভোটের মুখে বর্ধমানে বোমা বিস্ফোরণে মৃত্যু শিশুর, গুরুতর জখম আরেক খুদে

ভোটের মুখে বর্ধমানে বোমা বিস্ফোরণে মৃত্যু শিশুর, গুরুতর জখম আরেক খুদে

রসিকপুরের কালচারাল সেন্টারের পাশে বিস্ফোরণ ঘটে।

  • Last Updated :
  • Share this:

#বর্ধমান:

ভোটের মুখে বোমা বিস্ফোরণ বর্ধমানে। আর সেই বিস্ফোরণে মৃত্যু হল একটি শিশুর। বাড়ির সামনে খেলছিল শিশুটি। বল ভেবে বোমা হাতে নিতেই জোরালো বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা পর পর দুটি বিস্ফোরণ শুনতে পান। এর পরই বাড়ি থেকে বেরিয়ে এসে অনেকে দুটি শিশুকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। জানা গিয়েছে, মৃত শিশুর নাম শেখ আফরোজ। শেখ আব্রাহাম নামে আরেক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এলাকায় এসেছেন বোম ডিসপোজাল স্কোয়াড-এর কর্মীরা। তাঁরা খতিয়ে দেখছেন, কী ধরণের বোমা সেখানে রাখা ছিল। এমনকী আশেপাশে আর কোথাও বোমা রাখা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। বর্ধমানের রসিদপুরে থমথমে পরিবেশ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিস।

জানা গিয়েছে রসিকপুরের কালচারাল সেন্টারের পাশে বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, বোমা বিস্ফোরণে শেখ আফরোজ নামের সেই শিশুর মাথায় প্রবল আঘাত লাগে। আর তার জন্যই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেখ আব্রাহাম নামের আরেক শিশুর অবস্থাও গুরুতর। স্থানীয়রা প্রথমে মনে করেছিলেন, দুষ্কতিরা বাইরে থেকে এসে বোমা ছুঁড়েছে। কিন্তু পরে জানা যায়, ওই এলাকায় রাস্তার পাশে এক জায়গায় বোমা রাখা ছিল। সেই সময় ওখানে খেলছিল বেশ কিছু বাচ্চা। ভোটের মুখে এমন মর্মান্তিক ঘটনায় থমথমে পরিবেশ বর্ধমানে। সামনেই বিধানসভা নির্বাচন তার আগে বিস্ফোরণের এই ঘটনায় চিন্তিত পুলিস-প্রশাসন।

Published by:Suman Majumder
First published:

Tags: Bardhaman, Bomb Blast