West Bengal Election 2021: মনোনয়ন জমা দেওয়ার আগে বাইরে ডাক, গলসিতে 'আজব' প্রার্থী বদল বিজেপির!

Last Updated:

এবার গলসিতে বিজেপি যেভাবে প্রার্থী বদল করল, তাতে শোরগোল পড়ে গিয়েছে রীতিমতো। ওই আসনের প্রার্থী তপন বাদগি মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের মুহূর্তেই তাঁকে সরিয়ে দেওয়া হল।

#বর্ধমান: তৃণমূল হোক বা বিজেপি, প্রার্থী নিয়ে এবারের নির্বাচনে দলের অন্দরেই ক্ষোভ-বিক্ষোভ কম হয়নি। এক পক্ষ অন্য পক্ষকে এ নিয়ে কটাক্ষে বিঁধতেও ছাড়েনি। সেই সূত্রে প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরও বিভিন্ন আসনে প্রার্থী বদল করতে হয়েছে তৃণমূল, বিজেপি দু'পক্ষকেই। কিন্তু এবার গলসিতে বিজেপি যেভাবে প্রার্থী বদল করল, তাতে শোরগোল পড়ে গিয়েছে রীতিমতো। ওই আসনের প্রার্থী তপন বাদগি মনোনয়ন পত্র জমা দেওয়ার আগের মুহূর্তেই তাঁকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় নতুন প্রার্থী হচ্ছেন বিকাশ বিশ্বাস।
সূত্রের খবর, গলসিতে প্রার্থী ঘোষণার পর তপন বাগদিকে নিয়ে দলের অন্দরে ক্ষোভ দানা বাঁধছিল। এরই মধ্যে তিন দিন আগে ছন্দপতন হয়। বর্ধমানের পার্টি অফিসে ডেকে পাঠানো হয় তপন বাবুকে। তাঁকে বলা হয়, যেহেতু তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে, তাই তাঁকে প্রার্থীপদ থেকে সরে দাঁড়াতে হবে। যদিও তাতে রাজি হননি তপন বাবু।
advertisement
এরপর সোমবার নিজের অনুগামীদের সঙ্গে মনোনয়ন পত্র জমা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু তখনই তাঁকে বাইরে ডেকে পাঠানো হয় দলীয় নেতৃত্বের তরফে। আর ডেকেই বলে দেওয়া হয়, মনোনয়ন জমা করা যাবে না। বাধ্য হয়ে মনোনয়ন জমা না করেই ফিরে আসতে হয় তাঁকে। যদিও দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে তিনি ক্ষুব্ধ, তা বোঝাতে কসুর করেননি তিনি। বলেন, 'আমাকে বাইরে ডেকে বলা হল মনোনয়ন জমা না করতে। আমি কিছুই জানি না। যদি এমনই চলে, তাহলে পরে কী হবে, সেটা ভাবতে হবে।'
advertisement
advertisement
এর আগেও নানা আসনে বিক্ষোভের ফলে প্রার্থী বদলের পথে হাঁটতে হয়েছে বিজেপিকে। প্রথমে ঠিক হয়েছিল আলিপুরদুয়ার থেকে প্রার্থী করা হবে প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ীকে। কিন্তু সেখানে তাঁকে নিয়ে দলের কর্মী–সমর্থকদের প্রবল বিক্ষোভ শুরু হয়। ফলে তাঁকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে প্রার্থী করে বিজেপি। আবার চৌরঙ্গি থেকে ঘোষণা করা হয়েছিল শিখা মিত্রের নাম। আর কাশীপুর–বেলগাছিয়া থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় তপন সাহার নাম। কিন্তু তাঁরা দু’‌জনেই বেঁকে বসেন বিজেপির প্রার্থী না হতে চেয়ে। ফলে কাশীপুর–বেলগাছিয়া থেকে প্রার্থী করা হয়েছে শিবাজী সিংহরায়কে। চৌরঙ্গি থেকে দাঁড়িয়েছেন দেবব্রত মাঝি। আর দার্জিলিং থেকে প্রার্থী হয়েছেন নীরজ জিম্বা তামাং। কিন্তু গলসিতে যেভাবে প্রার্থী বদল হল, তাতে অনেকেই আশ্চর্য হয়ে পড়ছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: মনোনয়ন জমা দেওয়ার আগে বাইরে ডাক, গলসিতে 'আজব' প্রার্থী বদল বিজেপির!
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement