Bengal Poll Violence: দিলীপের রোড শো ঘিরে রণক্ষেত্র বর্ধমান, তছনছ তৃণমূলের পার্টি অফিস! জ্বলল আগুন

Last Updated:

বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে এ দিন বর্ধমান শহরের পাওয়ার হাউস মোড় থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত রোড শো করেন দিলীপ ঘোষ৷

#বর্ধমান: দিলীপ ঘোষের (Dilip Ghosh) রোড শো ঘিরে বর্ধমানের রসিকপুরে ধুন্ধুমার কাণ্ড৷ বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা এলাকায়৷ ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক এবং দোকানে৷ এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC)৷
বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে এ দিন বর্ধমান শহরের পাওয়ার হাউস মোড় থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত রোড শো করেন দিলীপ ঘোষ৷ এই রোড শো রসিকপুর মোড় দিয়ে যাওয়ার সময়ই উত্তেজনার সূত্রপাত৷ স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে থাকা শাসক দলের কর্মী, সমর্থকদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয় বিজেপি কর্মীদের৷ ক্রমে তা হাতাহাতির চেহারা নেয়৷ তৃণমূলের অভিযোগ, এর পর তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালান বিজেপি সমর্থকরা৷ তৃণমূলের কার্যলয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷
advertisement
বিজেপি-র পাল্টা অভিযোগ, তৃণমূলের পার্টি অফিস থেকেই বিজেপি সমর্থকদের উদ্দেশে কটূক্তি করা হয়৷ তার থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ ঘটনাস্থলে পুিলশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি৷ প্রসঙ্গত কিছুদিন আগে এই রসিকপুরেই বোমা বিস্ফোরণে মৃত্য়ু হয়েছিল এক শিশুর৷
advertisement
পূর্ব বর্ধমানের জেলা সভাপতি স্বপন দেবনাথের অভিযোগ, বিজেপি-ই সর্বত্র প্ররোচনা ছড়াচ্ছে৷ এ দিন রসিকপুরেও একই ঘটনা ঘটেছে৷ এ দিনের ঘটনার জন্য বিজেপি রাজ্য সভাপতির দিকেই আঙুল তুলেছেন স্বপন দেবনাথ৷ যদিও এই ঘটনায় এখনও বিজেপি-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
advertisement
বিজেপি-র হামলার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরাও৷ রসিকপুর মোড় অবরোধ করেন তাঁরা৷ রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়৷ বিজেপি-র সমস্ত ব্যানার, পতাকা খুলে ফেলা হয়৷ এই ঘটনার জেরে বর্ধমান শহরের অন্যত্রও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ রসিকপুর মোড় হয়েই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে যাওয়ার মূল রাস্তা৷ অবরোধের জেরে আটকে পড়ে একাধিক অ্যাম্বুল্যান্স৷
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Poll Violence: দিলীপের রোড শো ঘিরে রণক্ষেত্র বর্ধমান, তছনছ তৃণমূলের পার্টি অফিস! জ্বলল আগুন
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement