Bardhaman Blast: বিস্ফোরণের জের, ফের জোর কদমে নাকা চেকিং! ভোট-বঙ্গে বাড়ছে উত্তাপ

Last Updated:

রসিকপুরের বিস্ফোরণের ঘটনাই নয়, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে বর্ধমান শহর লাগোয়া পালিতপুর এলাকা।

#বর্ধমান: বোমা বিস্ফোরণ কাণ্ডের পর নাকা চেকিং শুরু করল বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান শহরে ঢোকার সব রাস্তাতেই এই নাকা চেকিং চালানো হচ্ছে। আগ্নেয়াস্ত্রসহ বেআইনি সামগ্রীর প্রবেশ রুখতেই এই তল্লাশি বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধু বর্ধমান শহর নয়, জেলার সব প্রান্তেই এই তল্লাশি শুরু হয়ে গিয়েছে। জেলার সীমানা এলাকাগুলিতে চালানো হচ্ছে কড়া নজরদারি। বর্ধমানের বিস্ফোরণ কাণ্ডের জেরেই এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, প্রতিবারই নির্বাচনের আগে নাকা চেকিং হয়ে থাকে। নির্বাচন কমিশনের গাইড লাইন মেনেই এই কর্মসূচি চালানো হচ্ছে।
ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে ততই হিংসা বাড়ছে বর্ধমান ও তার আশপাশ এলাকায়। তার মধ্যেই বোমা বিস্ফোরণের ঘটনায় খবরের শিরোনামে চলে এসেছে বর্ধমান শহর। বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শিশুর। জখম হয়েছে আরও এক শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ওই বোমা কোথা থেকে এসেছিল,কারা সেই বোমা রেখেছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে রাজ্যের ফরেনসিক দল।
advertisement
শুধু রসিকপুরের বিস্ফোরণের ঘটনাই নয়, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে বর্ধমান শহর লাগোয়া পালিতপুর এলাকা। দুদিন আগেই শহরেরই নীলপুর থেকে প্রচুর পরিমান নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। সব মিলিয়ে নির্বাচনের আগে হিংসার পরিবেশ তৈরি হওয়ায় উদ্বিগ্ন বর্ধমান শহর তার আশপাশ এলাকার বাসিন্দারা। বর্ধমান শহর বোমা বারুদের গোডাউনে পরিণত হয়েছে বলে দাবি করেছে বামেরা।বিস্ফোরণের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে সব রাজনৈতিক দলই।
advertisement
advertisement
সেই আবহেই নাকা চেকিং শুরু করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমা ও অন্যান্য আগ্নেয়াস্ত্র যাতে এই জেলায় প্রবেশ করতে না পারে,জেলার মধ্যেই যাতে অন্যত্র আগ্নেয়াস্ত্র বা বোমা পাচার না হয় তা নিশ্চিত করতেই তৎপরতা শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বাঁকুড়া, বীরভূম, নদিয়া,হুগলি জেলার সীমানা লাগোয়া এলাকাগুলিতে জোর কদমে নাকা চেকিং চলছে। প্রতিটি চারচাকা গাড়ি, মোটর সাইকেল দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বর্ধমান শহরেও বাজেপ্রতাপপুর, নবাবহাট, তেলিপুকুর, উল্লাস, কালনা গেট এলাকায় নাকা চেকিং চালানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Blast: বিস্ফোরণের জের, ফের জোর কদমে নাকা চেকিং! ভোট-বঙ্গে বাড়ছে উত্তাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement