Bangla News: আচমকা পথ আটকে দাঁড়ালো 'কালো পালসার'! লক্ষ্মীপুজোর রাতে রোমহর্ষক কাণ্ড গলসিতে, জালে 'পঞ্চ পাণ্ডব'

Last Updated:

Bangla News: লক্ষ্মীপুজোর রাতে ঘটনাটি ঘটেছে গলসির ভুঁড়িডাঙ্গায়।কীভাবে পুলিশের হাতে দুষ্কৃতীরা?

পুলিশের বেনজির কৃতিত্ব
পুলিশের বেনজির কৃতিত্ব
গলসির ভুঁড়িডাঙ্গায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ ভর্তি সোনা রুপোর গহনা ডাকাতির ঘটনায় যুক্ত গোটা ডাকাতদলকে ধরে ফেললো গলসি থানার পুলিশ(Bangla News) । মাত্র ৭২ঘন্টার মধ্যেই বিপুল পরিমাণ সোনা রুপোর গহনা-সহ ডাকাতির ঘটনার কিনারা করে অভিনব সাফল্য পেলো গলসি থানার পুলিশ।
advertisement
advertisement
উল্লেখ্য গত বুধবার ডাকাতির ঘটনার ৪৮ঘন্টার মধ্যেই এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ(Bangla News)। এরপর শনিবার বিকেলে মুর্শিদাবাদের সালার থেকে ডাকাতির ঘটনার মূল অভিযুক্ত আরও দুজন সহ যে ব্যক্তির সাহায্যে সেই সমস্ত গহনা বিক্রি করা হয়েছিল এবং যে স্বর্ণ ব্যবসায়ী সেই সমস্ত চুরির গহনা কিনেছিল তাকেও গ্রেফতার করেছে গলসি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হল। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের সমস্ত গহনা এবং ৩০হাজার টাকা।
advertisement
প্রসঙ্গত ডাকাতির ঘটনাটি ঘটেছিল(Bangla News)  লক্ষীপুজোর দিন অর্থাৎ গত বুধবার রাতে গলসি থানার ইটারু গ্রামের রাস্তায় একটি ক্যানেলের বাঁধে।  এরপর শুত্রুবার এই ঘটনায় যুক্ত তিনজনের মধ্যে ইব্রাহিম মল্লিক ওরফে রিপন নামে এক ডাকাত কে গলসি থানার ছাল্লারপুর থেকে গ্রেপ্তার করা হয়। এদিনই অভিযুক্তকে বর্ধমান আদালতে পাঠানো হলে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
advertisement
অভিযোগকারী স্বর্ণ ব্যবসায়ী শওকত মোল্লা জানিয়েছিলেন, গলসির ভুঁড়িডাঙ্গা এলাকায় তাঁর একটি ছোট সোনা রুপোর দোকান রয়েছে। তাঁর বাড়ি ছাল্লারপুর গ্রামে। যেহেতু ছোট দোকান তাই দোকানের সোনা গহনা, টাকা ব্যাগে ভরে প্রায় প্রতিদিন দোকান বন্ধ করে বাড়ি নিয়ে চলে আসেন। গত বুধবার রাত ৭টা ২০মিনিট নাগাদ দোকান বন্ধ করে ভুঁড়িডাঙ্গা থেকে দোকান বন্ধ করে ছাল্লারপুরের উদ্দেশ্যে বাইকে রওনা হন ওই ব্যবসায়ী। তিনি জানিয়েছিলেন, তাঁর কাঁধে একটি কালো ব্যাগের ভিতর আরো চারটে লাল রঙের ছোট থলেতে দোকানের সমস্ত গহনা রাখা ছিল।
advertisement
শওকত মোল্লা অভিযোগে জানিয়েছেন, তাঁর ব্যাগে ১১গ্রাম ২৪ক্যারেট সোনা ও ১২টি সোনার নাকছাবি, ৪-৫জোড়া সোনার ঝোলা কানের দুল, দু' জোড়া বড় সোনার কানের দুল, ৬টি সোনার বেবি আংটি, পুরোনো গহনা ভেঙে নতুন করার জন্য খদ্দেরদের দেওয়া বেশ কিছু সোনার গহনা সহ তিন কেজি রুপোর বিভিন্ন গহনা এবং একটি কালো প্লাস্টিকে ব্যবসার নগদ ৩০হাজার ৮০০টাকা ছিল।
advertisement
ছাল্লারপুর যাবার রাস্তায় ইটারুর কাছে একটি ক্যানেলের ব্রিজের উপর দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি কালো রঙের পালসার- ১৫০ মোটর সাইকেল নিয়ে তাঁর বাইকের সামনে এসে আচমকাই দাঁড়িয়ে যায়। এই সময় তিনি টাল সামলাতে না পেরে বাইক নিয়ে রাস্তায় পড়ে যান। এরপরই ওই দুই দুস্কৃতি তাঁর কাঁধের ব্যাগ ছিনিয়ে নিয়ে, বাইকের চাবি নিয়ে এলাকা থেকে চম্পট দেয়। তিনি জানিয়েছেন, পূর্ণিমার রাত থাকায় এবং মোটর সাইকেলের হেড লাইট জ্বলতে থাকায় তিনি দুস্কৃতিদের মোটর সাইকেলের নম্বর দেখে নেন।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, এরপর পুলিশ ঘটনার তদন্তে নেমে বাইকের নম্বর ধরে ছাল্লারপুরেরই বাসিন্দা ইব্রাহিম মল্লিককে গ্রেফতার করে। অভিযুক্ত ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করে বাকি সঙ্গীদের ব্যাপারে তথ্য পায় পুলিশ। আর এরপরই মুর্শিদাবাদের সালার থেকে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত গলসি থানার বড় দীঘির বাসিন্দা মহ: আলি শেখ ওরফে কচি এবং ভাতারের বামশোর এর বাসিন্দা জিয়ারুল শেখ ওরফে টুকাইকে গ্রেফতার করে। একইসাথে অভিযুক্তরা সালার থানার তালিবপুর, লেদুরিপাড়া এলাকার বাসিন্দা রতন শেখ, যার সাহায্যে ডাকাতি করা গহনা বিক্রি করেছিল তাকেও গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তালিবপুর গ্রামেরই স্বর্ণ ব্যবসায়ী বিপ্লব কর্মকা যে এই সমস্ত চুরির গহনা কিনেছিল তাকেও গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আচমকা পথ আটকে দাঁড়ালো 'কালো পালসার'! লক্ষ্মীপুজোর রাতে রোমহর্ষক কাণ্ড গলসিতে, জালে 'পঞ্চ পাণ্ডব'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement