Barasat Medical College Case: হাসপাতালের মর্গ থেকে 'উধাও' মৃতদেহর চোখ, সত্যিই কী ঘটেছিল? তদন্তে বারাসতের হাসপাতালে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে মৃত যুবকের 'চোখ উধাও' হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ যত দ্রুত সম্ভব ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে
বারাসত, উত্তর ২৪ পরগনা: বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে মৃত যুবকের ‘চোখ উধাও’ হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ যত দ্রুত সম্ভব ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। বুধবার স্বাস্থ্য দফতরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাবেন বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, সরজমিনে খতিয়ে দেখবেন গোটা বিষয়টি। জানা গিয়েছে, তাঁরা মর্গের পরিকাঠামো ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন।ইতিমধ্যেই বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিস থেকে মর্গের ডিউটি রোস্টার চেয়ে পাঠানো হয়েছে। ঘটনার আগের ৭২ ঘণ্টায় কারা ডিউটিতে ছিলেন? তাঁদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
বারাসত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যে বা যারা দোষী প্রমাণিত হবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। সোমবার সকালে বারাসতের কাছে বামনগাছি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ম্যাটাডোরের সঙ্গে ধাক্কা লাগে স্থানীয় বাসিন্দা প্রীতম ঘোষ নামে বছর বত্রিশের এক যুবকের। তড়িঘড়ি যুবককে নিয়ে আসা হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
advertisement
advertisement
ময়নাতদন্তের পর মঙ্গলবার সন্ধ্যায় যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, তখন দেখা যায় যুবকের একটি চোখ ‘খুবলে’ তুলে নেওয়া হয়েছে। এই ঘটনা নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। হাসপাতালের গেটের সামনে শুরু হয় বিক্ষোভ। ঘটনাচক্রে, তখনই ঠাকুরনগর থেকে গাড়িতে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কনভয় আসতে দেখে অভিযোগ জানানোর জন্য এগিয়ে যায় মৃত যুবকের পরিবার। তাঁদের দেখে গাড়ি থামিয়ে দেন মুখ্যমন্ত্রীও। অভিযোগ শোনার পর যথাযথ তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
advertisement
অবশ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ইঁদুরেই মৃত যুবকের চোখ খুবলে নিয়েছে। যত দ্রুত সম্ভব স্বাস্থ্য দফতরকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2025 11:49 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Medical College Case: হাসপাতালের মর্গ থেকে 'উধাও' মৃতদেহর চোখ, সত্যিই কী ঘটেছিল? তদন্তে বারাসতের হাসপাতালে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল

