রবীন্দ্রভারতীর পর এবার বারাসতের মহাত্মা গান্ধী হাইস্কুলেও অশ্লীল গান পড়ুয়ারদের, দেখুন ভিডিও
- Published by:Uddalak Bhattacharya
Last Updated:
ছাত্রদের কীর্তি সামনে এল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
#বারাসত: এবার ক্লাসে রবি ঠাকুরের গান বিকৃত ও অশ্লীল করে গাওয়ার অভিযোগ উঠল বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের একদল ছাত্রের বিরুদ্ধে। আর সেই ছাত্রদের কীর্তি সামনে এল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বারাসতের বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত আজ দুপুরে সোচ্চার হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে৷ তিনি যে সময় রবীন্দ্রভারতীর ঘটনার নিন্দা করছেন, ঠিক সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় শুরু হয়ে যায় বারাসতের এই প্রসিদ্ধ বিদ্যালয়ের ছাত্রদের বিকৃত ও অশ্লীল ‘কোরাস’ নিয়ে।
তবে এ নিয়ে তিনি কিছুই জানে না বলে জানান চিরঞ্জিত। আজ বারাসতে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে এসে তিনি বলেন ‘রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনা ভয়ঙ্কর। বিদেশে সিনেমায় এমন বহু অশ্লীল শব্দের ব্যবহার আছে। তবে বাংলায় এই সংস্কৃতি চলে না। বরং তার মত, বাংলায় সাংস্কৃতিক অবক্ষয়ের নজির এটি।’ তবে এই ঘটনার জন্য বিশ্বভারতীর কর্তৃপক্ষকে ক্লিনচিট দেন তিনি। তার মতে, আয়োজকদের আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল। তৃনমুল পরিচালিত ছাত্র সংসদের আরও সচেতন হওয়া উচিত ছিল বলেই মন তাঁর।
advertisement
advertisement
তবে তিনি সমালোচনা করেন এই অশ্লীল গানের শিল্পীর। আইনে এমন মানুষদের সাজা হয় কিনা তা তিনি জানেন না। তবে অশ্লীল ও বিকৃতি ঘটিয়ে যে সেলিব্রিটি হতে চাইছে,তার শাস্তি হওয়া উচিত। তবে তার বিধানৃসভা এলাকাতেও যে সাংস্কৃতিক অবক্ষয় হয়েছে, সেখবর বিধায়কের কাছে না পৌছালেও, ঘটনা স্কুলের শিক্ষকদের গোচরে এসেছে। বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক এদিন, ‘জানান ঘটনাটির কথা তিনি শুনেছেন। বিদ্যালয় খুললেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের একটি সুত্র জানাচ্ছে, গত ৪ মার্চ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একাদশ শ্রেণীর ছাত্রদের রেজিষ্ট্রেশন করা হচ্ছিল। ফলে ফাঁকা ক্লাসে একাদশ শ্রেণীর ছাত্ররা এই গানটি করেছিল। পরে সেটি ভাইরাল হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 07, 2020 10:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রবীন্দ্রভারতীর পর এবার বারাসতের মহাত্মা গান্ধী হাইস্কুলেও অশ্লীল গান পড়ুয়ারদের, দেখুন ভিডিও