North 24 Parganas News: থ্যালাসেমিয়া আক্রান্ত পরীক্ষার্থীর হাসপাতাল থেকে গায়েব টাকা, ফেরত দিলেন সুপার!
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
থ্যালাসেমিয়া আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী বারাসত হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা নেওয়ার সময় হারিয়ে গেল অর্থ। হাসপাতাল সুপার ফেরত দিলেন সেই টাকা!
উত্তর ২৪ পরগনা: থ্যালাসেমিয়া আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী বারাসত হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা নেওয়ার সময় হারিয়ে গেল অর্থ। হাসপাতাল সুপার ফেরত দিলেন সেই টাকা! হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার আমডাঙা বিধানসভার আওয়ালসিদ্ধি এলাকার বাসিন্দা ও মাধ্যমিক পরীক্ষার্থী এমডি ইমরান মণ্ডল থ্যালাসেমিয়া আক্রান্ত। এদিন সকালে রক্ত নেওয়ার জন্য তিনি ভর্তি হন বারাসাত মেডিক্যাল কলেজের মেল মেডিসিন ওয়ার্ডে।
অভিযোগ, এরপরই ইমরানের ব্যাগে থাকা কিছু অর্থ রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। ঘটনার পর হাসপাতাল সুপার ডঃ সুব্রত মণ্ডলের কাছে লিখিতভাবে গোটা ঘটনার বিষয়টি জানায় ওই কিশোর। এরপরই ডঃ মণ্ডল উদ্যোগী হয়ে তাঁকে নিজের ঘরে ডেকে পাঠান এবং ব্যক্তিগতভাবে সেই হারিয়ে যাওয়া টাকা ফেরত দেন ইমরানকে। দুস্থ পরিবারের ছাত্রের পাশে এভাবে দাঁড়ান জন্য ইমরানের পরিবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসপাতাল সুপারের প্রতি।
advertisement
advertisement
তাঁদের বক্তব্য, এই রকম মানবিকতা আমরা আশা করিনি। ডাক্তারের এমন ব্যবহার মন জয় করে নিয়েছে। ঘটনা প্রসঙ্গে ডঃ সুব্রত মণ্ডল বলেন,ওই ছেলেটির টাকা হারানোর ঘটনায় খুব খারাপ লেগেছিল। চেষ্টা করেছি ওর পাশে দাঁড়াতে। রোগী এবং তার পরিবারের পাশে দাঁড়িয়ে ডঃ মণ্ডল যে দৃষ্টান্ত স্থাপন করলেন, তা আজকের দিনে সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করল বলেই মত হাসপাতাল চত্বরে উপস্থিত একাধিক রোগী ও আত্মীয়দের। তবে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও রোগীর পরিজনদের নিরাপত্তা থেকে সুরক্ষা সব ক্ষেত্রেই আরও কড়া নজরদারি আশা রাখছেন জেলার মানুষজন।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 6:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: থ্যালাসেমিয়া আক্রান্ত পরীক্ষার্থীর হাসপাতাল থেকে গায়েব টাকা, ফেরত দিলেন সুপার!