Bar Dancer Death: রাতভর পুরুষসঙ্গীর সঙ্গে উদ্দাম পার্টি, তারপরেই চরম পরিণতি নতর্কীর, দরজা খুলতেই...! বাগুইআটির ফ্ল্যাটে হাড়হিম কাণ্ড!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Bar Dancer Death: বাগুইআটি দেশবন্ধু নগর অভিজাত আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে এক নর্তকীর দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য।
বাগুইআটি: বাগুইআটি দেশবন্ধু নগর অভিজাত আবাসনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে এক নর্তকীর দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য। গতকাল রাতে তার পুরুষ বন্ধু উড়িষ্যার জগতসিংপুরের বাসিন্দা অন্তর্যামী সোয়েনের জন্মদিনের পার্টি নর্তকী মনীষা রায়ের ফ্ল্যাটে চলছিল। শুধুমাত্র দু’জনেই উপস্থিত ছিল এই পার্টিতে।
আজ সকালে দেশবন্ধুনগর এর ফ্ল্যাট থেকে খাটের উপর থেকে দেহ উদ্ধার হয়েছে, গলায় আঘাতের চিহ্ন রয়েছে, শ্বাসরোধ করে খুন? নাকি আত্মহত্যা! তদন্তে নেমে পুরুষ বন্ধুকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।
advertisement
advertisement
গতকাল জন্মদিনের পার্টি শেষে দু’জনেই ঘরের মধ্যে ছিল। এবং কোলাপসেবল গেটেও তালা মারা ছিল, ভেতরেই ছিল তার পুরুষ বন্ধু এবং নর্তকী। তবে ঘরের ভেতরে কি কাণ্ড ঘটেছিল সেই ঘটনার একমাত্র সাক্ষী তার পুরুষ সঙ্গী অন্তর্যামী সোয়েন। এবং আবাসনের চাবি নর্তকির কাছে থাকায় কোনওভাবেই পালাতে পারেনি ওড়িশার ২২ বছরের যুবক।
advertisement
গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে নিথর দেহ উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে তবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bar Dancer Death: রাতভর পুরুষসঙ্গীর সঙ্গে উদ্দাম পার্টি, তারপরেই চরম পরিণতি নতর্কীর, দরজা খুলতেই...! বাগুইআটির ফ্ল্যাটে হাড়হিম কাণ্ড!