নয়ানজুলিতে বাইকে মুখ গুঁজে যুবক! কাছে যেতেই 'থ' বাসিন্দারা, পুলিশ কী বলছে জানুন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
প্রাতঃভ্রমণের সময় হঠাৎ দেখতে পান নয়ানজুলিতে একটি বাইক আর সেই বাইকের উপর মুখ গুঁজে রয়েছেন কেউ। ঠিক কী ঘটেছিল।
কোতুলপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডল: প্রতিদিনের মতো সোমবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকার বেশ কিছু বাসিন্দা। প্রাতঃভ্রমণের সময় তারা হঠাৎ দেখতে পান নয়ানজুলিতে একটি বাইক আর সেই বাইকের উপর মুখ গুঁজে রয়েছেন কেউ। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই তারা তড়িঘড়ি কাছে যান এবং কাছে যেতেই রীতিমতো ‘থ’ হয়ে পড়েন তাঁরা। কারণ ওই যুবকের দেহে তখন আর প্রাণ নেই।
সাত সকালেই রাস্তার ধারে নয়ানজুলি থেকে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামের রামচক মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভোলা চক্রবর্তী। একটি বাইকের উপর দেহটি পড়ে থাকায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দূর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকালে বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামের কয়েকজন বাসিন্দা প্রাত:ভ্রমণ করার সময় রামচক এলাকায় নয়নাজুলির মধ্যে এক যুবককে বাইকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁরাই পুলিশে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় মধুবন গ্রামের বাসিন্দাভোলা চক্রবর্তী বাইক নিয়ে মধুবন থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিলেন। সম্ভবত সেই সময়ই এই দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
advertisement
নয়ানজুলি থেকে উদ্ধার হওয়া ওই যুবকের দেহ সোমবার ময়নাতদন্ত করা হবে বলেই জানা যাচ্ছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল কারণ জানা যাবে। তারপরই ওই যুবকের মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
October 13, 2025 10:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নয়ানজুলিতে বাইকে মুখ গুঁজে যুবক! কাছে যেতেই 'থ' বাসিন্দারা, পুলিশ কী বলছে জানুন