নয়ানজুলিতে বাইকে মুখ গুঁজে যুবক! কাছে যেতেই 'থ' বাসিন্দারা, পুলিশ কী বলছে জানুন

Last Updated:

প্রাতঃভ্রমণের সময় হঠাৎ দেখতে পান নয়ানজুলিতে একটি বাইক আর সেই বাইকের উপর মুখ গুঁজে রয়েছেন কেউ। ঠিক কী ঘটেছিল।

কোতুলপুরে সাতসকালে চাঞ্চল্য
কোতুলপুরে সাতসকালে চাঞ্চল্য
কোতুলপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডল: প্রতিদিনের মতো সোমবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন এলাকার বেশ কিছু বাসিন্দা। প্রাতঃভ্রমণের সময় তারা হঠাৎ দেখতে পান নয়ানজুলিতে একটি বাইক আর সেই বাইকের উপর মুখ গুঁজে রয়েছেন কেউ। বিষয়টি দেখার সঙ্গে সঙ্গেই তারা তড়িঘড়ি কাছে যান এবং কাছে যেতেই রীতিমতো ‘থ’ হয়ে পড়েন তাঁরা। কারণ ওই যুবকের দেহে তখন আর প্রাণ নেই।
সাত সকালেই রাস্তার ধারে নয়ানজুলি থেকে ওই যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামের রামচক মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভোলা চক্রবর্তী। একটি বাইকের উপর দেহটি পড়ে থাকায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দূর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার সকালে বাঁকুড়ার কোতুলপুর থানার খিরি গ্রামের কয়েকজন বাসিন্দা প্রাত:ভ্রমণ করার সময় রামচক এলাকায় নয়নাজুলির মধ্যে এক যুবককে বাইকে মুখ গুঁজে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁরাই পুলিশে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় মধুবন গ্রামের বাসিন্দাভোলা চক্রবর্তী বাইক নিয়ে মধুবন থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিলেন। সম্ভবত সেই সময়ই এই দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
advertisement
নয়ানজুলি থেকে উদ্ধার হওয়া ওই যুবকের দেহ সোমবার ময়নাতদন্ত করা হবে বলেই জানা যাচ্ছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল কারণ জানা যাবে। তারপরই ওই যুবকের মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নয়ানজুলিতে বাইকে মুখ গুঁজে যুবক! কাছে যেতেই 'থ' বাসিন্দারা, পুলিশ কী বলছে জানুন
Next Article
advertisement
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ডুয়ার্স
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলাচ্ছে ডুয়ার্স
  • ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পায়, ভেঙে পড়ে কাঠের সেতু.

  • জলদাপাড়া অভয়ারণ্যের কিছু অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, ট্যুরিস্ট লজে থাকতে পারবেন.

  • সাত দিনের মধ্যে বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত শুরু.

VIEW MORE
advertisement
advertisement