School Controversy: স্কুল ছুটি দিয়ে রিয়ালিটি শো-র অডিশন অনুষ্ঠান! কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব শাসক-বিরোধী সব পক্ষ

Last Updated:

বাঁকুড়া শহরের কমরারমাঠ এলাকায় বাঁকুড়া টাউন উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানেই একটি বেসরকারি বিনোদন মাধ্যম চ্যানেলের অডিশন, তাও আবার শনিবার স্কুল বন্ধ রেখে!

News18
News18
বাঁকুড়া: স্কুল বন্ধ রেখে একটি বেসরকারি বিনোদন টিভি চ্যানেলের রিয়ালিটি শো অডিশনের অনুষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব শাসক বিরোধী সব পক্ষ। বাঁকুড়া শহরের কমরারমাঠ এলাকায় বাঁকুড়া টাউন উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানেই একটি বেসরকারি বিনোদন মাধ্যম চ্যানেলের অডিশন, তাও আবার শনিবার স্কুল বন্ধ রেখে! অভিযোগ উঠল বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় শিক্ষা ব্যবস্থার ক্ষতি অভিযোগ তুলে সরব হন শাসক-বিরোধী দুই পক্ষই। বেসরকারি টিভি চ্যানেলের নিজস্ব কাজের জন্য কি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া যায়? উঠছে প্রশ্ন।
অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এবিষয়ে কোন মন্তব্য করতে চাননি। যা বলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা বলবেন বলেই তারা দায় এড়িয়েছেন। বাঁকুড়া টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা টেলিফোনে দাবি করেন,পরিচলন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষিকার হাতে থাকা দু’টি ছুটির মধ্যে একটি ছুটি এদিন দেওয়া হয়েছে। কিন্তু স্কুল ছুটি দিয়ে, শিক্ষার ক্ষতি করে কিভাবে একটি বেসরকারি বিনোদন মাধ্যমকে স্কুলে অডিশন করতে দেওয়া যায়? এ প্রশ্নের সঠিক উত্তর তিনি দেননি।
advertisement
advertisement
স্থানীয় বিজেপি বিধায়কের দাবি,স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই স্কুল বন্ধ রেখে ওই কাজ হচ্ছে। এর পিছনে টাকার লেনদেন কিম্বা কারও ছেলে মেয়েকে ওই অনুষ্ঠানে সুযোগ করে দিতেই এভাবে অডিশনের ব্যবস্থা বলেই দাবি বিজেপি বিধায়কের।
advertisement
অন্যদিকে এবিষয় নিয়ে সরব পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতিও। বাঁকুড়া জেলা সভাপতির কটাক্ষ প্রধান শিক্ষিকার ছুটি পাওনা আছে বলেই স্কুল বাড়ির জন্য এভাবে ছুটি দেওয়া যায় না। শুধুমাত্র লোক্যাল ফেস্টিভ্যালের ক্ষেত্রেই ওই ছুটি দেওয়ার নিয়ম রয়েছে। টাউন গার্লসে যা হয়েছে তা শিক্ষা বিরোধী বলেও তিনি দাবি করেন।
প্রিয়ব্রত গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School Controversy: স্কুল ছুটি দিয়ে রিয়ালিটি শো-র অডিশন অনুষ্ঠান! কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব শাসক-বিরোধী সব পক্ষ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement