ভগবানের ভরসায় বাঁকুড়ার অধিকাংশ সরকারি বাস, চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা

Last Updated:

বাঁকুড়া করুণাময়ী রুটের SBSTC বাসে চেপেছেন? যে কোনও সময় মাঝ রাস্তায় বিকল হয়ে যেতে পারে সেই বাস। করতে হতে পারে মাঝ রাস্তায় রাত্রি যাপন। কিন্তু কোনও হেলদোল নেই সরকারি আধিকারিকরা।

#বাঁকুড়া: বাঁকুড়া এসবিএসটিসি বাসগুলির তথৈবচ অবস্থা। ভগবানের ভরসায় উঠতে হয় বাঁকুড়া এসবিএসটিসি-র বাসগুলিতে। তা সে আপনার ইন্টারভিউ দেওয়ার তাড়া থাকুক বা এয়ারপোর্টে বিমান ধরা, মাঝ রাস্তায় অক্ষম হয়ে দাঁড়িয়ে যেতে পারে বাস। এমনকী একাকী হোন আর পরিবারের সঙ্গে রাস্তায় রাত্রি যাপনের অভিজ্ঞতাও হতে পারে আপনার। এমনই অভিজ্ঞতার শিকার হলেন বাঁকুড়া কলকাতা রুটের এসবিএসটিসি বাসের যাত্রীরা।
গত মাসের ২৪ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটেরকরুণাময়ী থেকে বাঁকুড়াগামি বাস টায়ার ফেটে বিকল হয়ে পড়ে দুর্গাপুরে। বাসে কিছু সমস্যা থাকায় কলকাতা থেকেই ধীরে চলছিস বাসটি। রাত্রি ১০ টায় বাঁকুড়া ঢোকার কথা থাকলেও রাত ১২ টায় বাঁকুড়া বাস ডিপোতে পৌঁছায় দুপুর আড়াইটার বাস। চরম হয়রানির শিকার হয় যাত্রীরা। চলতি সপ্তাহতেও পর পর দুদিন একই সমস্যা। বুধবার বাঁকুড়া থেকে করুণাময়ী যাওয়ার ভোর ৫টা ৪০ এর বাস বিকল হয়ে পড়ে জওগ্রামের কাছে। ছবি তুলতে গেলেও চোখ রাঙান এসবিএসটিসি বাস আধিকেরা।
advertisement
বাঁকুড়া কলকাতার রুটের দূরত্ব ২১১ কিলোমিটার। গড়ে ৩৫ কিলোমিটার বেগে ছুটলেও সময় লাগার কথা ৬ ঘণ্টা। সেখানে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে অপেক্ষা করতে হয় ১১ ঘণ্টারও কিছু বেশি। যদিও এর কোনো সদুত্তর দিতে নারাজ বাঁকুড়া বাস ডিপো। কি সমস্যা ? কেন বার বার হেনস্থা হতে হচ্ছে বাঁকুড়া করুণাময়ী রুটের এসবিএসটিসি বাস যাত্রীদের। প্রশ্ন করলে বাস ডিপোর কর্তাদের নেই কোনও সদুত্তর। বাসের ওয়্যারহাউসে দূর থেকে দেখা যায় কয়েকটি জংধরা বাস পর্চর্যার অপেক্ষায় দাঁড়িয়ে। নাম বলতে অনিচ্ছুক একাধিক বাস আধিকারিক জানান, এক্তিয়ারের বাইরে গিয়ে যে কোনো প্রশ্নের উত্তর তাঁরা দিতে পারবেন না।
advertisement
advertisement
ভাড়া দিতে রাজি কিন্তু চাই যথার্থ পরিষেবা। এমনটাই সুর যাত্রীদে। শোভন গোস্বামী নামে এক যাত্রী বলেন,"বাসের ভাড়া দিতে আমরা রাজি, কিন্তু দায়িত্ব নিয়ে সময় মত গন্তব্যে না পৌঁছে দিতে পারলে কে দেবে কৈফিয়ত?" ১২ ঘণ্টা অপেক্ষা করার পর বাঁকুড়া পৌঁছে আরেক যাত্রী পূর্ণেন্দু মন্ডল বিরক্তি প্রকাশ করে বলেন," অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা, পরিবার নিয়ে বাজে ভাবে হ্যানস্থা হলাম"। এই কি শেষ ? নাকি আগামী দিনেও হতে পারে এমন যান্ত্রিক গোলযোগ। থেকে যাচ্ছে প্রশ্ন। তবে আপাতত ভগবানের ভরসাতেই বাঁকুড়া এসবিএসটিসি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভগবানের ভরসায় বাঁকুড়ার অধিকাংশ সরকারি বাস, চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement