Panchayat Pradhan: তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়েও ভ্যান চালিয়ে সংসার চালান ইনি
- Published by:Purnendu Mondal
- hyperlocal
Last Updated:
পঞ্চায়েত প্রধান হয়েও ভ্যান চালিয়ে সংসার চালান স্বপন
বাঁকুড়া: ‘কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ…’। তেমনই কোন কাজেই লাজ নেই বাঁকুড়ার রাইপুরের সোনাগাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন রজকের। ২০২৩ পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে কদমাগড় সংসদ থেকে ভোটে জিতে পঞ্চায়েত প্রধান হন ইঞ্জিন ভ্যান চালক স্বপন। ইঞ্জিন ভ্যান থেকে প্রধানের চেয়ার পেলেও ইঞ্জিন ভ্যান ছাড়েননি স্বপন। যা বর্তমান রাজনীতির পেক্ষাপটে কোথাও যেন একটু আলাদা। তাঁর দাবি, রাজনীতি করে বা সাম্মানিক ভাতা পেয়ে সংসার চলে না বলেই মূল পেশাকে ত্যাগ করতে পারেননি তিনি। স্বপনের দাবি, নিয়ম করে পঞ্চায়েত যান তিনি, দলের সমস্ত কর্মসূচিতে উপস্থিত থাকেন। তার বাইরে সকাল-বিকেল নিজের ইঞ্জিন ভ্যান ভাড়া খাটিয়ে বিভিন্ন নির্মাণ সামগ্রী পরিবহণ করেন পাশাপাশি সামগ্রী ভ্যানে ওঠা নামা করাতেও শ্রমিকের কাজ করতে হয় তাকে।
উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, শাল পাতার ব্যবসা থেকে সাত বছর আগে ইঞ্জিন ভ্যানটি কিনেন বছর ৩৫-এর স্বপন। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার লড়েই প্রধান পদে। কিন্তু পুরানো পেশাকে ত্যাগ করেননি কিছুতেই। স্বপনের দাবি, সংসার ঠেলতে ভ্যান চালাতেই হয়, প্রধান বলে তাতে লজ্জার কিছু নেই।
advertisement
advertisement
বাড়িতে রয়েছেন স্ত্রী, বাবা মা থেকে দুই সন্তান। সংসারের হাল ঠেলতে পাতা ব্যবসা থেকে ইঞ্জিন ভ্যান চালানো সবই করতে হয় তাকে। স্বপন বলেন, “প্রধান পদে ৫ হাজার টাকা সাম্মানিক পাই, তাতে সংসার চলে না। ভ্যান চালিয়ে আরও হাজার ১০ হয়, তাই পদ সামলে এখনও ভ্যান চালাতেই হয়। তাতে সংসার চলে যায়।” স্থানীয় বাসিন্দা আফরোজ আলম বলেন, “স্বপনের পরিবর্তন নেই। প্রধান পদে থাকলেও এখনও ভ্যান চালায় স্বপন। অফিসও সামলায় দক্ষতার সঙ্গেই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান রাজনীতির আঙিনায় জন প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন অভিযোগ উঠলেও, এখনও সেরকম কিছু অভিযোগ নেই স্বপনের বিরুদ্ধে, তা মানছেন বিরোধীরা। পঞ্চায়েত প্রধান স্বপন রজক। তিনি জানান, এলাকায় ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2025 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Pradhan: তৃণমূলের পঞ্চায়েত প্রধান হয়েও ভ্যান চালিয়ে সংসার চালান ইনি







