Shikar Utsav: আচমকা শুশুনিয়া পাহাড়ে মোতায়েন গুচ্ছেক বনকর্মী, পুলিশ! কি এমন ঘটল বাঁকুড়ার মত সুন্দর, মায়াবি জায়গায়!

Last Updated:

পাহাড় ঘিরে পুলিশ এবং বন দফতর

+
শুশুনিয়া

শুশুনিয়া পাহাড়

বাঁকুড়া: বণ্যপ্রাণ রক্ষায় সচেষ্ট বন দফতর। আদিবাসী সম্প্রদায়ের শিকার উৎসব উপলক্ষ্যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা শুশুনিয়া পাহাড় জুড়ে। বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন বনকর্মীরা। বাঁকুড়া উত্তর বন বিভাগের এডিএফও দুর্গাকান্ত ঝাঁ বলেন, শুশুনিয়া পাহাড়ে সমস্ত ধরণের শিকার নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে পাহাড়ের জঙ্গলে বিভিন্ন জায়গায় বনকর্মীদের পাশাপাশি পুলিশ কর্মীরাও মোতায়েন আছেন বলে তিনি জানান।
বাঁকুড়ার বন্যপ্রাণ রক্ষায় সবসময় সচল বাঁকুড়া বন দফতর। জঙ্গলের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলা! জেলা বিভিন্ন প্রান্তে রয়েছে ছোটখাটো জঙ্গল! বিষ্ণুপুরের জয়পুর থেকে শুরু করে, বেলিয়াতোড়, সোনামুখী এবং সুতান! বাঁকুড়া জঙ্গল সব সময় নিস্তব্ধ, এবং সভ্যতা থেকে বেশ খানিকটা দূরে। মনে হবে শহরের গজ গজানি থেকে কত দূরে চলে এসেছেন। শহরের সভ্যতা এই জায়গায় প্রবেশ করতে পারেনা।
advertisement
advertisement
নিস্তব্ধ জঙ্গলে পোকামাকড়, পাখি এবং শুকনো পাতার আওয়াজটাই যেন একটা উইন্ড চাইম এর মত কাজ করে। আর এই নিস্তব্ধ জঙ্গলের সঙ্গে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এক অপূর্ব মেলবন্ধন। জঙ্গলের ওপর নির্ভর করে বেঁচে থাকেন আদিবাসী মানুষজন। বেঁচে থাকে তাঁদের লড়াই। তবে বন্যপ্রাণ সংরক্ষণে যথেষ্ট সচেষ্ট বন দফতর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দূরে দেখা যাচ্ছে অপলক শুশুনিয়া পাহাড়। অত্যন্ত সুন্দর এবং মায়াবী লাগছে দেখে। পাহাড়ে পিছন দিকে জঙ্গলটা যেন বলতে চাইছে কত না বলা গল্প। প্রাগৈতিহাসিক লড়াই লড়েছে এই পাহাড়টা, পাহাড়ের গায়ে রয়েছে মাঝারি থেকে ক্ষুদ্র বহু বন্যপ্রাণ। তাদেরকে বাঁচিয়ে রাখতে এবং তাদেরকে ধরে রাখতেই যৌথ প্রয়াস।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shikar Utsav: আচমকা শুশুনিয়া পাহাড়ে মোতায়েন গুচ্ছেক বনকর্মী, পুলিশ! কি এমন ঘটল বাঁকুড়ার মত সুন্দর, মায়াবি জায়গায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement