Bankura News: বাড়ির সামনের ঝোপ থেকে মিলল নিখোঁজ শিশুর হাড়গোড়, টানতে-টানতে বাবা-মা-কে নিয়ে গেল পুলিশ! বাঁকুড়ায় যা ঘটল, দেশের মধ্যে বেনজির
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bankura News: নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশিতে নেমে বাড়ির অদূরে থাকা ঝোপ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করল পুলিশ।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশিতে মিলল হাড়গোড়, নিশ্চিত হতে ফরেনসিকে পাঠানো হচ্ছে উদ্ধার হওয়া হাড়গোড়। গ্রেফতার করা হল নিখোঁজ শিশুর বাবা-মাকে।
নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশিতে নেমে বাড়ির অদূরে থাকা ঝোপ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করল পুলিশ। গত বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া সদর থানার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে মা বাবার সঙ্গে শুয়ে থাকা দেড় বছরের এক শিশু কন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। লাগাতার ৩ দিন ধরে তল্লাশির পর শনিবার সন্ধ্যার ঠিক আগে ঝোপের মধ্যে তল্লাশির সময় কিছু হাড়গোড় পায় পুলিশ। উদ্ধার হওয়া হাড়গোড়গুলি নিখোঁজ শিশুরই মনে করা হচ্ছে। সে ব্যাপারে নিশ্চিত হতে হাড়গোড়গুলি ফরেনসিকে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: ২০২১ সালে আপনার জন্যই বাংলায় হেরেছিল বিজেপি? অভিযোগ উঠতেই এ কী বললেন দিলীপ ঘোষ! শুনে চমকে উঠবেন
গত বুধবার রাতে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে নিজের ঘরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে শুয়েছিলেন প্রশান্ত বাউরী ও মুন্নি বাউরী। বৃহস্পতিবার ভোরে উঠে ওই দম্পতি দেখেন, দেড় বছরের শিশু কন্যা উধাও হয়ে গেছে। স্থানীয় সূত্রে এই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশি শুরু করে। লাগাতার তিনদিন বগা গ্রাম ও আশপাশের পুকুর ও ঝোপঝাড়ে নিখোঁজ শিশুর খোঁজে তল্লাশি চালায় পুলিশ। চলে নিখোঁজ শিশুর বাবা ও মাকে লাগাতার জিজ্ঞাসাবাদ।
advertisement
জিজ্ঞাসাবাদের মুখে নিখোঁজ শিশুর বাবা ও মা অসংলগ্ন কথা বলায় সন্দেহ তীব্র হয় পুলিশের। শনিবার সন্ধ্যার কিছু আগে নিখোঁজ শিশুর বাবাকে সঙ্গে নিয়ে পুলিশ হাজির হয় গ্রাম লাগোয়া একটি ঝোপের মধ্যে। নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুরও। উপস্থিত ছিল সিভিল ডিফেন্সের কর্মীরাও। এরপর পুলিশ ওই ঝোপের মধ্যে বেশ কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখে।
advertisement
প্রাথমিকভাবে সেই হাড়গোড়গুলি শিশুর বলেই মনে করছে পুলিশ। হাড়গোড়গুলি নিখোঁজ শিশুর কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে ফরেনসিক তদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ শিশুর বাবা প্রশান্ত বাউরী ও মা মুন্নি বাউরীকেও গ্রেফতার করেছে পুলিশ। তাদের বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 9:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাড়ির সামনের ঝোপ থেকে মিলল নিখোঁজ শিশুর হাড়গোড়, টানতে-টানতে বাবা-মা-কে নিয়ে গেল পুলিশ! বাঁকুড়ায় যা ঘটল, দেশের মধ্যে বেনজির