Dilip Ghosh: ২০২১ সালে আপনার জন্যই বাংলায় হেরেছিল বিজেপি? অভিযোগ উঠতেই এ কী বললেন দিলীপ ঘোষ! শুনে চমকে উঠবেন

Last Updated:
Dilip Ghosh: একাধিক ইস্যু নিয়ে শাসক শিবিরকে কড়া নিশানা দিলীপ ঘোষের।
1/8
খড়গপুর: সাতসকালে খড়্গপুরে জনসংযোগে দিলীপ ঘোষ। একাধিক ইস্যু নিয়ে শাসক শিবিরকে কড়া নিশানা দিলীপ ঘোষের। (প্রতিবেদন: শঙ্কর রাই)
খড়গপুর: সাতসকালে খড়্গপুরে জনসংযোগে দিলীপ ঘোষ। একাধিক ইস্যু নিয়ে শাসক শিবিরকে কড়া নিশানা দিলীপ ঘোষের। (প্রতিবেদন: শঙ্কর রাই)
advertisement
2/8
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার: সারা দেশে কোথাও বাঙালিদের উপর অত্যাচার হয় না। এটা ঠিকই যে, বর্তমান সময়ে ৪০-৫০ লক্ষ বাঙালি ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করে। কিন্তু বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষ এখানে ভোটার কার্ড করে গোটা দেশে ছড়িয়ে পড়েছেন আর সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এ রকম লোকেদেরকে চিহ্নিত করে দেশের বাইরে পাঠাতে হবে সেই কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে হওয়া উচিত। এক কোটির বেশি এ রাজ্যে যে জালি ভোটার রয়েছে, এটা বন্ধ হওয়া উচিত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার জেতাচ্ছে।
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার: সারা দেশে কোথাও বাঙালিদের উপর অত্যাচার হয় না। এটা ঠিকই যে, বর্তমান সময়ে ৪০-৫০ লক্ষ বাঙালি ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করে। কিন্তু বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষ এখানে ভোটার কার্ড করে গোটা দেশে ছড়িয়ে পড়েছেন আর সেখানে গিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এ রকম লোকেদেরকে চিহ্নিত করে দেশের বাইরে পাঠাতে হবে সেই কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে হওয়া উচিত। এক কোটির বেশি এ রাজ্যে যে জালি ভোটার রয়েছে, এটা বন্ধ হওয়া উচিত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার জেতাচ্ছে।
advertisement
3/8
২০২১ সালে এ রাজ্যে বিজেপির হারের কারণ আপনার স্বেচ্ছাচারিতা, মত তথাগত রায়ের: সবার কথার উত্তর দেওয়ার দরকার নেই।
২০২১ সালে এ রাজ্যে বিজেপির হারের কারণ আপনার স্বেচ্ছাচারিতা, মত তথাগত রায়ের: সবার কথার উত্তর দেওয়ার দরকার নেই।
advertisement
4/8
বিজেপি বৈষম্যের রাজনীতি করছে: এই রাজ্য থেকে যতদিন না জালি ভোটার বাদ দেওয়া যাবে, ততদিন সত্যি সত্যি এ রাজ্যে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করা সম্ভব হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তিনি সংসদে বাংলাদেশি ভোটার নিয়ে কথা বলেছিলেন, তাহলে আজ কেন নয়।
বিজেপি বৈষম্যের রাজনীতি করছে: এই রাজ্য থেকে যতদিন না জালি ভোটার বাদ দেওয়া যাবে, ততদিন সত্যি সত্যি এ রাজ্যে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করা সম্ভব হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তিনি সংসদে বাংলাদেশি ভোটার নিয়ে কথা বলেছিলেন, তাহলে আজ কেন নয়।
advertisement
5/8
বিহারে এসআইআর চালু: পশ্চিমবঙ্গেও এসআইআর চালু করা উচিত। কেন্দ্রীয় সরকারের গরীব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা যারা বাইরের থেকে এসে রয়েছে, তারা খেয়ে যাচ্ছে এই সুযোগে। তাই পশ্চিমবঙ্গেও এসআইআর চালু করা উচিত। ২০২৬-এর আগে এটা করতে হবে।
বিহারে এসআইআর চালু: পশ্চিমবঙ্গেও এসআইআর চালু করা উচিত। কেন্দ্রীয় সরকারের গরীব কল্যাণ যোজনার সমস্ত সুবিধা যারা বাইরের থেকে এসে রয়েছে, তারা খেয়ে যাচ্ছে এই সুযোগে। তাই পশ্চিমবঙ্গেও এসআইআর চালু করা উচিত। ২০২৬-এর আগে এটা করতে হবে।
advertisement
6/8
বীরভূম থেকে ভাষা আন্দোলন শুরু: অনুব্রতকে নিয়ে কী করবেন, চচ্চড়ি করবেন, না ভাতে দেবেন, এটা তার ব্যাপার। কিন্তু আমাদের দেশের বাঙালিদের জন্য তিনি যেটা করতে চাইছেন, তাতে ওর ফ্যামিলির সবচেয়ে অবাঙালি, তারা কি সেই আন্দোলনে হাঁটবেন?
বীরভূম থেকে ভাষা আন্দোলন শুরু: অনুব্রতকে নিয়ে কী করবেন, চচ্চড়ি করবেন, না ভাতে দেবেন, এটা তার ব্যাপার। কিন্তু আমাদের দেশের বাঙালিদের জন্য তিনি যেটা করতে চাইছেন, তাতে ওর ফ্যামিলির সবচেয়ে অবাঙালি, তারা কি সেই আন্দোলনে হাঁটবেন?
advertisement
7/8
হরিয়ানাতে মহিলাদেরও ডিটেনশন ক্যাম্পে অত্যাচার করছে পুলিশ: কাউকে পুলিশ তুলে নিয়ে গেলে সেটা কি অত্যাচার হয়ে যাবে? ফটো এসেছে, আমি দেখেছি। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তখনই চিৎকার করছে, তার মানে কোথাও ভয় রয়েছে, পুলিশের সঙ্গে সহযোগিতা করা উচিত, আর পুলিশের এটাই কাজ। নির্বাচন কমিশনও জোর দিয়েছে ভুয়ো ভোটার বের করার বিষয়ে।
হরিয়ানাতে মহিলাদেরও ডিটেনশন ক্যাম্পে অত্যাচার করছে পুলিশ: কাউকে পুলিশ তুলে নিয়ে গেলে সেটা কি অত্যাচার হয়ে যাবে? ফটো এসেছে, আমি দেখেছি। পুলিশ তুলে নিয়ে যাচ্ছে তখনই চিৎকার করছে, তার মানে কোথাও ভয় রয়েছে, পুলিশের সঙ্গে সহযোগিতা করা উচিত, আর পুলিশের এটাই কাজ। নির্বাচন কমিশনও জোর দিয়েছে ভুয়ো ভোটার বের করার বিষয়ে।
advertisement
8/8
বাংলায় হরিয়ানার ডাকাতি করছে: বিহারের গ্যাং এখানে ডাকাতি করবে, পাঞ্জাবের গ্যাংস্টার এখানে আসবে হরিয়ানার লোক আসবে, যে আসবে না তাকে এখানে MP করে নিয়ে আসা হবে, আর এখানের বাঙালি ছেলেরা পেটের দায়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে। অরিজিনাল ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন, এটা সরকারের কাজ।
বাংলায় হরিয়ানার ডাকাতি করছে: বিহারের গ্যাং এখানে ডাকাতি করবে, পাঞ্জাবের গ্যাংস্টার এখানে আসবে হরিয়ানার লোক আসবে, যে আসবে না তাকে এখানে MP করে নিয়ে আসা হবে, আর এখানের বাঙালি ছেলেরা পেটের দায়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে। অরিজিনাল ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা করুন, এটা সরকারের কাজ।
advertisement
advertisement
advertisement