মাত্র ৫০ টাকা, তাতেই পাল্টে যাবে...! পুজোর আগে ভাইবোনের অভিনব উদ্যোগ, জানলে আপনারও যেতে ইচ্ছা করবে
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Salon and Spa: বাঁকুড়ায় এতদিন এই ধরণের কাস্টমাইজড সার্ভিস খুবই বিরল ছিল, এবার শুরু করলেন শুভজিৎ দত্ত এবং তাঁর বোন সিমরন দত্ত
বাঁকুড়া, নীলাঞ্জন ব্যানার্জীঃ বাঁকুড়ার এই ভাই বোনের কাণ্ডকারখানা দেখলে আপনি অবাক হতে বাধ্য! ভাই বোনের এমন সম্পর্ক সহজে দেখা যায় না। ভাই বোন মানেই খুনসুটি, একটু রাগারাগি! তবে পুজোর আগে বাঁকুড়া শহরের এই ভাই বোন করেছেন এমন কাজ করেছেন যা সত্যিই অভিনব।
মেয়েরা একটু সাজতে পছন্দ করেন। মাথা থেকে পা পর্যন্ত ম্যাচিং করে সুন্দর সুন্দর ড্রেস, অ্যাস্থেটিক একটা লুক অনেকের ভাললাগে। বাঁকুড়ায় এতদিন এই ধরণের কাস্টমাইজড সার্ভিস খুবই বিরল ছিল। তবে এবার বাঁকুড়ার শুভজিৎ দত্ত এবং তাঁর বোন সিমরন দত্ত, পুজোর আগে বাঁকুড়ায় ‘কাস্টমাইজ টপ টু বটম মেকওভার’ করছেন। ‘সার্ভিসেস’ শুরু হচ্ছে মাত্র ৫০ টাকায়।
advertisement
আরও পড়ুনঃ সম্পূর্ণ ফ্রি! আর কলকাতা ছুটতে হবে না, এবার জেলাতেই পাওয়া যাবে ‘এই’ চিকিৎসা পরিষেবা
কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে স্নাতক পাশ শুভজিৎ একজন ফ্যাশন ডিজাইনার। বাঁকুড়া শহরের কমরার মাঠে সদ্য ওপেনিং হওয়া ‘শুভবাষণা বিউটি স্যালন অ্যান্ড স্পা’য়ের ফ্যাশন ডিজাইনের দিকটি দেখেন শুভজিৎ এবং মেকওভার থেকে শুরু করে নেইল এক্সটেনশনের দিকটি দেখেন সিমরন।
advertisement
advertisement
এখানে বিভিন্ন ধরণের মেকওভার লুক পাওয়া যাবে। পুজো স্পেশ্যাল অফারগুলির মধ্যে অন্যতম, হেয়ারকাট, ফেস ডি ট্যান এবং ফেস ম্যাসাজের কম্বো মাত্র ৩৯৯ টাকায়। এছাড়াও রয়েছে ব্রাইডাল ফেস গ্লো, হেয়ার কাট, হেয়ার ওয়াশ, আই ব্রো কম্বো ১৪৯৯ টাকায়। ৫০ টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন মেকওভার সার্ভিস। এর সঙ্গে রাখা থাকছে ইউনিক ডিজাইনের ড্রেস। সেগুলি দেখে পছন্দ হলে কিনে নিতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ ফোনে বুঁদ, বইয়ে জমছে ধুলো! পড়ুয়াদের গ্রন্থাগারমুখী করতে বীরভূমে অভিনব উদ্যোগ
কথায় আছে, ‘খাপে খাপ’! যেমন মানবদেহের ‘বল অ্যান্ড সকেট জয়েন্ট’, ‘রোমিও জুলিয়েট’, আবার বাঙালির চায়ের সঙ্গে মেরি বিস্কুট। বাঁকুড়ার এই ভাই বোন যেন তেমনটাই! শুভজিৎ ছোট থেকেই ফ্যাশন নিয়ে যথেষ্ট আগ্রহী। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করে ফ্যাশন ডিজাইনার হয়ে মেকওভারে আগ্রহী বোন সিমরনের সঙ্গে একটি ‘জয়েন্ট ভেঞ্চার’ করছেন। বাঁকুড়ার যুব সমাজের কাছে এবং ব্যবসায়িক চিন্তাধারা দিয়ে দেখলে বিষয়টি যথেষ্ট অনুপ্রেরণার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধুমাত্র ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং নয়! অন্যভাবে নিজেদের প্যাশনকে প্রফেশন বানিয়েও এগিয়ে যাওয়া যায়, সেটাই যেন ফের প্রমাণ করলেন শুভজিৎ এবং সিমরন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 6:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাত্র ৫০ টাকা, তাতেই পাল্টে যাবে...! পুজোর আগে ভাইবোনের অভিনব উদ্যোগ, জানলে আপনারও যেতে ইচ্ছা করবে