Bankura News: বাঁকুড়া বইমেলায় বড় চমক! অবশেষে প্রকাশিত হল ‘শিল্পী ডট কম’, সাহিত্যপ্রেমীদের উৎসাহ ছিল দেখার মতো
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Bankura News: বাঁকুড়া বইমেলায় প্রকাশিত হল ‘শিল্পী ডট কম’। বিশেষ এই পত্রিকার প্রকাশ অনুষ্ঠান ঘিরে সাহিত্যপ্রেমী ও লিটল ম্যাগাজিন মহলে ছিল যথেষ্ট উৎসাহ ও আগ্রহ।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়ঃ বাঁকুড়া বইমেলায় এক নতুন চিন্তাধারার সংযোজন ঘটল। বইমেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল শ্রীমহাদেব সম্পাদিত গবেষণাধর্মী পত্রিকা ‘শিল্পী ডট কম’। গ্রাফোলজি বা হস্তলিপি বিশ্লেষণকে কেন্দ্র করে নির্মিত এই পত্রিকার প্রকাশ অনুষ্ঠান ঘিরে সাহিত্যপ্রেমী ও লিটল ম্যাগাজিন মহলে ছিল যথেষ্ট উৎসাহ ও আগ্রহ।
পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার স্বনামধন্য এক চিকিৎসক সহ জেলার বিভিন্ন ক্ষেত্রের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, কবি ও লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধেয় কবিদের উপস্থিতি ও আলোচনায় সমৃদ্ধ হয়ে ওঠে গোটা পরিবেশ।
আরও পড়ুনঃ ৮ দিন ধরে রোজ সন্ধ্যায় নতুন নতুন যাত্রা! বেলদায় শুরু হয়ে গেল যাত্রা উৎসব, প্রথম দিন থেকেই থিকথিকে ভিড়
গ্রাফোলজি বিষয়টি সাধারণত পশ্চিমবঙ্গে খুব একটা চর্চিত নয়। সেই দিক থেকে ‘শিল্পী ডট কম’ পত্রিকাটি একটি ব্যতিক্রমী উদ্যোগ বলেই মনে করছেন সাহিত্য ও গবেষণা মহলের একাংশ। সম্পাদক শ্রীমহাদেব জানান, এই পত্রিকার মূল উদ্দেশ্য কবিদের লেখালেখির নোটপ্যাড ও নোটবুকের আড়ালে লুকিয়ে থাকা মানসিক গঠন, চিন্তাধারা ও সৃজনশীলতার ছাপকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা।
advertisement
advertisement
তিনি বলেন, “কবিদের নোটপ্যাড থেকে নোটবুকে ফেরানোর এই তাগিদ থেকেই এই চর্চা হয়ে চলেছে। সারা পৃথিবীতে গ্রাফোলজিকে আজ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। এই পত্রিকায় ৪৭ জন কবির কবিতা স্থান পেয়েছে। আগামীতেও এই চর্চা জারি থাকবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পত্রিকাটিতে কবিতা, গবেষণামূলক লেখা ও গ্রাফোলজি বিষয়ক বিশ্লেষণ একত্রে স্থান পেয়েছে, যা লিটল ম্যাগাজিনের জগতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত অনেকের। অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যিকরা এই ধরনের নতুন ভাবনার পত্রিকাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণা ও নিয়মিত প্রকাশের আশা ব্যক্ত করেন। সব মিলিয়ে, বাঁকুড়া বইমেলায় ‘শিল্পী ডট কম’-এর প্রকাশ সাহিত্য ও গবেষণার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবেই চিহ্নিত হয়ে রইল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Jan 05, 2026 2:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়া বইমেলায় বড় চমক! অবশেষে প্রকাশিত হল ‘শিল্পী ডট কম’, সাহিত্যপ্রেমীদের উৎসাহ ছিল দেখার মতো









