Bankura News: নামিদামি চারচাকা গাড়ির দৌড় বাঁকুড়ায়! প্রতিযোগীদের দুর্দান্ত পারফরম্যান্স, জমাটি প্রতিযোগিতায় সেরার শিরোপা পেল ৪ রাজ্যের জুটিরা

Last Updated:

Bankura News: Indian National TSD Rally Championship 2025-এর ষষ্ঠ পর্ব বাঁকুড়ায় অনুষ্ঠিত হল— নাম ‘Rally of Mallabhum’! প্রতিযোগিতায় কারা পেলেন সেরার শিরোপা, চলুন দেখে নেওয়া যাক।

+
গাড়ির

গাড়ির র‍্যালি

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: Indian National TSD Rally Championship 2025-এর ষষ্ঠ পর্ব বাঁকুড়ায় অনুষ্ঠিত হল— নাম ‘Rally of Mallabhum’! সেরার শিরোপা পেলেন ঝাড়খণ্ড ও তামিলনাড়ুর রাইডার জুটি দীপ দত্ত ও প্রকাশ মুথুস্বামী। পাশাপাশি মহিলাদের বিভাগে শীর্ষ স্থান অর্জন করেন মুম্বই ও দিল্লীর জুটি গীতিকা ও নেন্না।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, হলদিয়া, রাঁচি, পুনে, কলকাতা, দিল্লি, মুম্বই-সহ নানা অঞ্চল থেকে আসা প্রতিযোগীরা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।ভামসি মেরালা মোটর স্পোর্টস (Vamcy Merla Motorsports) এর পৃষ্ঠপোষকতায় এবং ফেড়ারেশন অফ মোটর স্পোর্টস ক্লাবস অফ ইন্ডিয়া (FMSCI) এর ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আসর বসে বাঁকুড়ায়। দুপুরে বাঁকুড়া শহরের কলেজ মোড়ের জিলা পরিষদ অডিটোরিয়ামে।
advertisement
advertisement
পতাকা নাড়িয়ে এই মোটর র‍্যালি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া শহর থেকে যাত্রা শুরু হওয়ার পর জেলার পাহাড়ি পথ, জঙ্গলপথ এবং গ্রাভেল ট্র্যাক দিয়ে ফের বাঁকুড়া শহরে ফিরে আসেন প্রতিযোগীরা। এটি ছিল TSD Rally — অর্থাৎ Time, Speed & Distance নির্ভর র‍্যালি।তাই এখানে শুধু দ্রুতগতিই নয়, সময় এবং দূরত্বের নিখুঁত হিসেবই ছিল জয়-পরাজয়ের মাপকাঠি। এবারের র‍্যালিতে মহিলাদের বিভাগও ছিল। এমনকি জীবনে প্রথম র‍্যালিতে অংশ নিচ্ছেন এমন মহিলা প্রতিযোগীও ছিলেন। দুই দিনের এই মোটর রোমাঞ্চ দেখতে উৎসাহী মানুষজনের ভিড়ও দেখা গেছে এই র‍্যালির যাত্রা পথে। গতি, স্টাইল আর ধুলো উড়ানোর মুহূর্ত — সব মিলিয়ে মল্লভূমে তৈরি হয়েছিল উৎসবের আবহ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রবিবার বিকেলে বাঁকুড়া শহরের জিলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক সংস্থা। জেলার বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, বাঁকুড়ার জঙ্গলমহলের গ্রামীণ মানুষেরা এই মোটরস্পোর্টস র‍্যালি এই প্রথম চাক্ষুষ করায়, তাদের মধ্যে উন্মাদনাও ছিল ব্যপক। তারা এই গতির লড়াই উপভোগও করেছেন চুটিয়ে। তিনি চান প্রতি বছর জেলায় এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেন উদ্যোক্তারা। তবে এই শুরু, আগামীতে বাঁকুড়া মোটরস্পোর্ট র‍্যালির আরও বড় মঞ্চ হিসেবে পরিগণিত হবে। আগামীতে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা আনার চেষ্টা করছেন জেলার মোটরস্পোর্টসপ্রেমীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: নামিদামি চারচাকা গাড়ির দৌড় বাঁকুড়ায়! প্রতিযোগীদের দুর্দান্ত পারফরম্যান্স, জমাটি প্রতিযোগিতায় সেরার শিরোপা পেল ৪ রাজ্যের জুটিরা