Bankura News: সহজ-সরল বাংলা ভাষায় শ্রীমদ্ভগবদগীতার বঙ্গানুবাদ করে তাক লাগালেন বাঁকুড়ার মেয়ে, গড়লেন বিরাট রেকর্ড

Last Updated:

Bankura News: সর্বকনিষ্ঠা বাঙ্গালী মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদগীতার বঙ্গানুবাদ করে 'ইণ্ডিয়া বুক অব রেকর্ডসে'র নিজের নাম তুলে ফেললেন বাঁকুড়ার মেয়ে ।

+
সোমা

সোমা চৌনি 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: সর্বকনিষ্ঠা বাঙালি মহিলা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ভগবদগীতার বঙ্গানুবাদ করে ‘ইণ্ডিয়া বুক অব রেকর্ডসে’র নিজের নাম তুলে ফেললেন বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গা এলাকার বাসিন্দা সোমা চৌনি। পেশায় শিক্ষিকা সোমার কাছে অতি সম্প্রতি ইণ্ডিয়া বুক অব রেকর্ড কর্তৃপক্ষের তরফে শংসাপত্র, মেডেল-সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে।
একদম সহজ-সরল বাংলা ভাষায় ভগবত গীতা অনুবাদ করে তাক লাগিয়েছিলেন বাঁকুড়ার কন্যা। কঠিন সংস্কৃত ভাষায় গীতা পড়ে ওঠা সম্ভব হয় না সকলের জন্য। তবে বাঁকুড়ার এই মেয়ের বাংলা অনুবাদ করা ভগবত গীতা এতটাই সহজ-সরল ভাষায় লেখা যে, নতুন প্রজন্মের একজন বাচ্চা ছেলে থেকে শুরু করে প্রবীণ প্রজন্মের পুরুষ এবং মহিলা সকলেই খুব সহজে ভগবত গীতার রস আস্বাদন করতে পারবেন।
advertisement
advertisement
কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনীর বঙ্গানুবাদ করা শ্রীমদ্ভগতদগীতা প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলেও তা যথেষ্ট সমাদৃত হয়েছে বলে খবর। এই খবর সম্প্রচারিত হওয়ার পরেই যথেষ্ট জনপ্রিয়তা পান এই শিক্ষিকা। বাড়িতে বসে সোমা চৌনী সংবাদ মাধ্যমকে বলেন, ‘গীতা সারের সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে যেকোনও মানুষের জীবনযাপন সহজ হতে পারে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থও তাঁর বইতে দেওয়া রয়েছে। ফলে সকলের সহজেই বোধগম্য হওয়া সম্ভব। তবে ইণ্ডিয়া বুক অব রেকর্ডসের অধিকারিণী হয়ে একদিকে যেমন তাঁর ভাল লাগছে, অন্যদিকে তেমনই নতুন কিছু করার প্রতি আগ্রহ বেড়েছে বলেও তিনি জানান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: সহজ-সরল বাংলা ভাষায় শ্রীমদ্ভগবদগীতার বঙ্গানুবাদ করে তাক লাগালেন বাঁকুড়ার মেয়ে, গড়লেন বিরাট রেকর্ড