Bankura News:নামাবলী জড়িয়ে-মালা-চন্দন-সিঁদুরে হনুমানকে শেষ বিদায়,পশুপ্রেমের নজির বাঁকুড়ার ইন্দাসে

Last Updated:

পশুপ্রেমের নজির বাঁকুড়ার ইন্দাসে। মৃত হনুমানকে শেষ বিদায় সিমুলিয়ায় । নামাবলী জড়িয়ে-মালা-চন্দন-সিঁদুরে বিদায়। হরিনাম কীর্তনেই দেহ নিয়ে গ্রাম পরিক্রমা

+
সমাধি 

সমাধি 

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পশুপ্রেমের নজির বাঁকুড়ার ইন্দাসে। মৃত হনুমানকে শেষ বিদায় সিমুলিয়ায় । নামাবলী জড়িয়ে-মালা-চন্দন-সিঁদুরে বিদায়। হরিনাম কীর্তনেই দেহ নিয়ে গ্রাম পরিক্রমা।জানা যায়, চিকিৎসার পরেও মৃত্যু হয় জখম হনুমানের,পরবর্তীকালে মৃত হনুমানের সমাধিস্থলে  মন্দিরের ভাবনা রয়েছে। পূর্ণ সম্মানে হনুমানের শেষকৃত্য হয়, চোখে জল গ্রামবাসীদের।
বাঁকুড়া জেলার সিমুলিয়ার দশরথবাটি গ্রামে ঘটল এক আবেগঘন ঘটনা। মৃত হনুমানকে দেওয়া হল সমাধি, করা হল নাম সংকীর্তন। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছেন, পরবর্তীকালে হনুমানের মন্দির স্থাপিত হবে সমাধিস্থলে। স্থানীয়রা জানান, হনুমানটি এসে সকলের মন জয় করেছিল, গ্রামের প্রতিটা মানুষ ভালবাসত হনুমানটিকে, প্রত্যেকেই খেতে দিত তাকে। হঠাৎ করে রবিবার রাতে মৃত্যু হয় হনুমানটির।
advertisement
জানা যায়, হনুমানটি গুরুতর আহত অবস্থায় এসেছিল বাঁকুড়ার দশরথবাটি গ্রামে। অসহায় অবস্থায় তাকে দেখতে পান গ্রামবাসীরা, তার চিকিৎসা করায়। কিন্তু চিকিৎসার পরেও মৃত্যু হয় জখম হনুমানের।
advertisement
এক জন মানুষ মারা গেলে যে নিয়মে শেষকৃত্য হয়, একই রীতি মেনে হনুমানেরও শেষকৃত্য করা হয়। নাম সংকীর্তনের মধ্য দিয়ে অত্যন্ত ভক্তি ও সম্মানের সঙ্গে হনুমানটিকে নিয়ে যাওয়া হয় সমাধিস্থ করার জন্য। শেষকৃত্যের মুহূর্তে সবারই চোখ ছিল জলে ভেজা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News:নামাবলী জড়িয়ে-মালা-চন্দন-সিঁদুরে হনুমানকে শেষ বিদায়,পশুপ্রেমের নজির বাঁকুড়ার ইন্দাসে
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement