Bankura news: রুই, কাতলা, ভেটকি নয় পাতে পড়বে অক্টোপাস! কোথায় মিলবে? জানুন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Bankura news: বাঁকুড়ায় অক্টোপাস। কলকাতার মত এবার বাঁকুড়ার খাদ্যপ্রেমীরা পাবেন অক্টোপাসের স্বাদ। বাঙ্গালীদের সিফুড রসনাতৃপ্তি দিন দিন বেড়েই চলেছে।
বাঁকুড়া: বাঁকুড়ায় অক্টোপাস। কলকাতার মত এবার বাঁকুড়ার খাদ্যপ্রেমীরা পাবেন অক্টোপাসের স্বাদ। বাঙ্গালীদের সিফুড রসনাতৃপ্তি দিন দিন বেড়েই চলেছে। আর সাধারণ বাঁকড়ি অর্থাৎ বাঁকুড়াবাসীরাও এখন ওনেকেই স্বাদ উপভোগ করতে চান নানান সিফুডের। কিন্তু সিফুডের বাহারি পদের স্বাদ চেখে দেখার সুযোগ শহর বাঁকুড়ায় এত দিন ছিলই না। এবার আম বাঁকড়ির সাধ্যের মধ্যে সিফুড চেখে দেখার সুযোগ বাঁকুড়া শহরের জুনবেদিয়া – পাঁচবাগা বাইপাসের একটি রেস্টুরেন্টে।
আরও পড়ুনঃ গঙ্গাসাগরে সেতুবন্ধন! শুরু হল মুড়িগঙ্গায় সেতু তৈরির প্রক্রিয়া
থাকছে অক্টোপাসের নানান পদের সম্ভার এবং স্কুইড, ক্রাব, লবস্টার, অয়েস্টারের পাশাপাশি, পমফ্রেট, টুনার মত সামুদ্রিক মাছেরও বাহারি থালি থাকছে থরেথরে। সিফুড শুধুই নিমিত্ত মাত্র। যারা অক্টোপাস ভয় পান তাঁদের জন্য রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মোগলাই, কন্টিনেন্টাল, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ানের পাশাপাশি, ট্রাডিশনাল বাঙ্গালী-পদ সহ সব ধরনের ডিশ।
advertisement
স্টার্টারে থাকছে বেশ কিছু ইউনিক আইটেমও। প্রতিদিন সকাল আটটা থেকে মিলছে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট।যার দাম শুরু হচ্ছে মাত্র ৭০ টাকা থেকে। পুজো আসতে আর ১০০ দিনের কম অপেক্ষা। তার আগেই যেন বাঁকুড়া শহরে হুর হুর করে তৈরি হচ্ছে নতুন নতুন স্বাদের ঠিকানা।
advertisement
রুই, ইলিশ, কাতলা এবং ভেটকি নয় এবার পাতে পড়বে আট পায়া অক্টোপাস। সেই সুযোগই এবার মিলছে বাঁকুড়ার বুকে। চেখে দেখতেই পারেন, হয়তনতুন কোনও প্রিয় খাবার খুঁজে পাবেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2024 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura news: রুই, কাতলা, ভেটকি নয় পাতে পড়বে অক্টোপাস! কোথায় মিলবে? জানুন









