Bankura News: ৩৭ বছরের বন্ধুত্ব! বছর ৭০-এর ব্যক্তির প্রিয় বন্ধু এখন ভাইরাল! দেখেই অবাক সকলে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: ৩৭ বছর ধরে বজায় রয়েছে বন্ধুত্ব! কখনও প্রিয় বন্ধুকে কাছ ছাড়া করেননি এই ব্যক্তি! যা দেখলেই স্মৃতি পথে হাঁটছে বাঁকুড়ার মানুষ! জানুন
বাঁকুড়া: বাজারে দেখা যায় না এই যানবাহনটি। নাম “স্কুটার” যারা নাইন্টিজের কিডস রয়েছেন তাদের কাছে এই স্কুটার একটা নস্টালজিয়া। ভয়ানক ব্যস্ত গ্যাঞ্জাম ছোট্ট শহর বাঁকুড়া। রাস্তায় বেরোলে মনে হবে মানুষের থেকে মোটরসাইকেলের সংখ্যা বেশি। কিন্তু বাঁকুড়ার চারিদিকে তাকালে খুঁজে পাবেন না একটিও “স্কুটার”।
পায়ে ব্রেক, কিক মেরে স্টার্ট। ভটভট করে আওয়াজ শোনা যায় না আজ। তবে যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে বাঁকুড়া শহরের একবার হলেও চোখে পড়তে পারে বছর সত্তরের সুশান্ত নন্দিকে। দেখবেন এই ব্যক্তি তাঁর ৩৭-৩৮ বছরের স্কুটারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন এদিক-ওদিক।১৯৮৭ সালে সুশান্তবাবুর খুব ইচ্ছে হয়েছিল একটি স্কুটার চড়ার। তখন সবে নতুন লঞ্চ করেছে প্রিয়া স্কুটার।
advertisement
advertisement
দৌড়ে গেলেন আসানসোল। অতিরিক্ত চার হাজার টাকা দিয়ে আসানসোল এই গাড়ি চালানো শিখে ফিরে আসেন বাঁকুড়া। ৩৭ বছর ধরে এই গাড়িটি চালিয়ে যাচ্ছেন তিনি। নতুন ধরনের স্কুটি চালানোর চেষ্টা করেছেন, কিন্তু স্কুটিতে পায়ে ব্রেক না থাকায় গাড়ি থেকে পড়েছেন একবার। বছরে প্রায় দুবার করে নিজের প্রিয় শখের গাড়ি সার্ভিসিং করান সুশান্তবাবু। তেলের সার্ভিস খুব কম! শহরের মধ্যেই ঘোরাফেরা করেন কিন্তু ৩৭ বছরের পুরানো গাড়ি এখনও টিপটপ।
advertisement
প্রবীনদের কাছে পায়ে ব্রেক স্কুটার একটা নস্টালজিয়া। প্রবীণরা প্রত্যেকেই প্রায় স্কুটার চালিয়ে অভ্যস্ত ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে কেউ কেউ মানিয়ে নিতে পেরেছেন নতুন স্কুটি আসার পর। আবার কেউ কেউ এখনও মানিয়ে নিতে পারেননি, তাদের মধ্যেই অন্যতম বছর সত্তরের যোগেশ পল্লীর বাসিন্দা এবং পেশার ব্যবসায়ী সুশান্ত নন্দী, চালাচ্ছেন ৩৭ বছরের বাহন নস্টালজিক স্কুটার।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 10:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ৩৭ বছরের বন্ধুত্ব! বছর ৭০-এর ব্যক্তির প্রিয় বন্ধু এখন ভাইরাল! দেখেই অবাক সকলে