Jalpaiguri News: বাগরাকোটের লুপপুল দেখতে যাওয়াই কাল হল! গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: বাগরাকোট লুপপুল দেখতে গিয়ে দুর্ঘটনা, গাড়ি উল্টে জখম হলেন বেশ কয়েকজন । বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের গাড়িটি। জানুন
জলপাইগুড়ি: মাল মহকুমার বাগরাকোট লুপপুল দেখতে গিয়ে দুর্ঘটনা, গাড়ি উল্টে জখম হলেন ১১ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের গাড়িটি। প্রত্যেকেই আহত হন! তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হয়! এখনও পর্যন্ত আহত হওয়ার খবরই সামনে এসেছে!
জানা গিয়েছে, এদিন একটি গাড়িতে করে ১১জন অঙ্গনওয়াড়ি কর্মী ডুয়ার্সের বাগরাকোটে নতুন তৈরি হওয়া জনপ্রিয় লুপপুলটি দেখতে যান। সন্ধ্যায় ফেরার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের ব্লকে ধাক্কা মারে। এরপর রাস্তায় উল্টে যায়।
advertisement
advertisement
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের লোকজন। পেছনেই থাকা অন্য দুটি গাড়ির যাত্রীরা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি অন্য গাড়িতে করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। আহতরা প্রত্যেকেই মাল শহরের বাসিন্দা। বর্তমানে তারা মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 9:59 PM IST