Bankura: আধার না থাকায় রেশন অধরা! অর্ধাহারে মৃত বৈদ্যনাথের পরিবারে এবার জুটবে ভাত, পৌঁছল সরকারি সাহায্য
- Published by:
- local18
Last Updated:
নিউজ ১৮ বাংলার খবরের জেরে অর্ধাহারে মৃত বৈদ্যনাথ দাস মোদকের পরিবারের কাছে পৌঁছে গেল সরকারি সাহায্য।
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ নিউজ ১৮ বাংলার খবরের জের। খবরের জেরে অর্ধাহারে মৃত ব্যক্তির পরিবারের কাছে পৌঁছে গেল সরকারি সাহায্য। ওই পরিবারের খোঁজখবর নিতে ও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পৌঁছালেন স্থানীয় ব্লক প্রশাসন, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি।
দীর্ঘদিন ধরে অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন বাঁকুড়ার এক নম্বর ব্লকের কুমিদ্যা গ্রামের বাসিন্দা বৈদ্যনাথ দাস মোদক ও তাঁর পরিবার। বৈদ্যনাথবাবু ছিলেন পেশায় একজন মিষ্টির দোকানের কর্মী। তবে বেশ কিছুদিন হল বার্ধক্যের কারণে আর কাজ করতে পারছিলেন না। তাঁর ছেলে একজন পরিযায়ী শ্রমিক। ফলে তাঁর পক্ষেও অসম্ভব হয়ে উঠেছিল বাবা-মাকে দেখে নিজের সংসার চালানো।
advertisement
আরও পড়ুনঃ রাই*ফেল শুটিং শিখতে আর ছুটতে হবে না দূরদূরান্তে! এবার হাতের কাছেই প্রশিক্ষণ কেন্দ্র, দেখে নিন কোথায়
এদিকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকার কারণে দীর্ঘদিন ধরে মিলছিল না রেশনের চাল, আটা। একপ্রকার অর্ধাহারে দিন কাটাচ্ছিল পরিবারটি। কখনও কখনও গ্রামের মানুষ বা ক্লাবের ছেলেরা দু’মুঠো খেতে দিলেও, পেট ভর্তি খাবার মিলত না। প্রায়দিনই অর্ধাহারে দিন কাটাতে হত পরিবারটিকে। এমনটাই অভিযোগ মৃত বৈদ্যনাথের স্ত্রীর। তাঁর অভিযোগ, গত শুক্রবার দীর্ঘদিন ধরে অর্ধাহারে থাকার কারণেই মৃত্যু হয়েছে বছর ৬৫ বৈদ্যনাথ বাবুর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রয়াত বাবার জন্য ৫২ কিমি দন্ডি…! বাঁকুড়ার যুবকের শিবের মাথায় জল ঢালার সংকল্প অবাক করছে সকলে
নিউজ ১৮ বাংলার এই খবর সম্প্রচার হওয়ার পরেই নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন থেকে পঞ্চায়েতে ও পঞ্চায়েত সমিতি। পরিবারের হাতে তুলে দেওয়া হল বির্পযয় মোকাবিলা দফতরের জামা, কাপড়, ত্রিপল-সহ বিভিন্ন ত্রান সামগ্রী। চালু করে দেওয়া হল ওই পরিবারের সদস্যদের রেশন কার্ড। পরিবারের পাশে সবরকম ভাবে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 1:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura: আধার না থাকায় রেশন অধরা! অর্ধাহারে মৃত বৈদ্যনাথের পরিবারে এবার জুটবে ভাত, পৌঁছল সরকারি সাহায্য