Bankura News: ফিট সার্টিফিকেট জুটল আহত ২ হরিণের! ঘরে ফেরার আগে বনকর্মীদের দিকে ফিরে চাওয়া! এ দৃশ্য কখনই ভোলার নয়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: দুর্ঘটনায় গুরুতর জখম দুই হরিণকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন বনকর্মীরা। অবশেষে তাদের ঘরে ফেরানো হল ঘরে।
বাঁকুড়া: দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে বেশ কয়েকমাস ধরে চিকিৎসাধীন ছিল দুই হরিণ। অবশেষে বাঁকুড়ার জয়পুর রেঞ্জ অফিসে বন দফতরের চিকিৎসা ও সেবায় পুরোপুরি সুস্থ হয়ে তারা ফিরে পেল তাদের চেনা পথ ও স্বাভাবিক জীবন। সোমবার সিসিএফ সেন্ট্রাল এস. কুলান্দাইভেলের উপস্থিতিতে দুই হরিণকে ফিরিয়ে দেওয়া হল জয়পুরের গভীর জঙ্গলে। তবে নিজেদের ঘরে ফেরার আগে একবার দুই হরিণই চেয়ে দেখে পিছন ফিরে।
বন দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ মার্চ রাজ্য সড়ক পারাপারের সময় প্রথম হরিণটি জখম হয়। পরে ৩ এপ্রিল একই ভাবে জখম হয় আরও একটি হরিণ শাবক। বনকর্মীরা তাদের উদ্ধার করে বাঁকুড়ার জয়পুর রেঞ্জ অফিসে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাণী চিকিৎসকের তত্ত্বাবধানে দীর্ঘ কয়েকমাস চিকিৎসার পর দুটি হরিণই সুস্থ হয়ে ওঠে।
advertisement
advertisement
অবশেষে চিকিৎসকের ‘ফিট সার্টিফিকেট’ পাওয়ার পর সোমবার খাঁচাবন্দি অবস্থায় দুই হরিণকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের মুক্ত করে দেওয়া হয়। বন দফতরের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে জঙ্গলের দিকে ছুটে যায় দুই হরিণ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পুনর্বাসন পর্বে উপস্থিত ছিলেন পাঞ্চেত বনবিভাগের আধিকারিকরাও। বন দফতরের দাবি, দুই হরিণের গতিবিধির উপর নজর রাখা হবে। হরিণদের চেনা ছন্দে ফেরাতে পেরে খুশি বন দফতরের আধিকারিক ও কর্মীরা।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: ফিট সার্টিফিকেট জুটল আহত ২ হরিণের! ঘরে ফেরার আগে বনকর্মীদের দিকে ফিরে চাওয়া! এ দৃশ্য কখনই ভোলার নয়