Bank News: দলে-দলে মানুষ আসছেন, তুলে নিচ্ছেন সব সঞ্চয়ের টাকা! দক্ষিণ বারাসতের এই ব্যাঙ্কে কী এমন হল জানেন!
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Bank News: ১৯৭৬ সাল থেকে এসইউসি নেতৃত্বাধীন পরিচালন কমিটি এই সমবায়ের দায়িত্ব রয়েছে।
জয়নগর: ভোটের আগেই ক্ষমতা পরিবর্তনের আশঙ্কা! সমবায় ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন উপভোক্তারা। এমন অভিযোগ তুললেন জয়নগরের দক্ষিণ বরাসাত সমবায় ব্যাংকের পরিচালন কমিটি সদস্যরা। রাজ্যের অন্যতম বড় এই সমবায় ব্যাঙ্কটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৫ সালে। ১৯৭৬ সাল থেকে এসইউসি নেতৃত্বাধীন পরিচালন কমিটি এই সমবায়ের দায়িত্ব রয়েছে।
এবার সমবায়ের তিরিশটি আসনেই মনোনয়ন পেশ করেছে তৃণমূল। আগামী ৪ মে নির্বাচন হবে। এই পরিস্থিতিতে উপভক্তারা দলে দলে তাঁদের জমানো টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ। সমবায় ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ দিনে এক কোটিরও বেশি টাকা তোলা হয়েছে।
আরও পড়ুন: ১ মে থেকে বাংলাদেশিরা খাবে কী! ইউনূসের জমানায় এমন ঘটনা ঘটতে চলেছে, হাহাকার লেগে যাবে গোটা দেশে
advertisement
advertisement
পরিচালন কমিটির সদস্যদের দাবি, বর্তমান শাসক দল এর আগে জোর করে জয়নগর পুরসভা ও পঞ্চায়েত জিতেছে। একাধিক সমবায়ও তারা ভয় দেখিয়ে দখল করেছে বলে অভিযোগ। এখানেও তেমন কিছু হতে পরে বলে আশঙ্কা অনেকের। সেক্ষেত্রে ক্ষমতায় এলে সমবায়ের টাকা নয় ছয় হতে পারে বলে আশঙ্কা থেকেই মানুষ টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ একাংশের।
advertisement
যদিও শাসক দল এই অভিযোগ মানেনি। তাদের দাবি, মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। নির্ভয়ে টাকা রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এই সমবায় ব্যাঙ্ক অনেক বেশি স্বচ্ছতা নিয়ে চলবে।
— সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 8:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank News: দলে-দলে মানুষ আসছেন, তুলে নিচ্ছেন সব সঞ্চয়ের টাকা! দক্ষিণ বারাসতের এই ব্যাঙ্কে কী এমন হল জানেন!