Bank News: দলে-দলে মানুষ আসছেন, তুলে নিচ্ছেন সব সঞ্চয়ের টাকা! দক্ষিণ বারাসতের এই ব্যাঙ্কে কী এমন হল জানেন!

Last Updated:

Bank News: ১৯৭৬ সাল থেকে এসইউসি নেতৃত্বাধীন পরিচালন কমিটি এই সমবায়ের দায়িত্ব রয়েছে।

+
প্রতীকী

প্রতীকী চিত্র

জয়নগর: ভোটের আগেই ক্ষমতা পরিবর্তনের আশঙ্কা! সমবায় ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন উপভোক্তারা। এমন অভিযোগ তুললেন জয়নগরের দক্ষিণ বরাসাত সমবায় ব্যাংকের পরিচালন কমিটি সদস্যরা। রাজ্যের অন্যতম বড় এই সমবায় ব্যাঙ্কটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৫ সালে। ১৯৭৬ সাল থেকে এসইউসি নেতৃত্বাধীন পরিচালন কমিটি এই সমবায়ের দায়িত্ব রয়েছে।
এবার সমবায়ের তিরিশটি আসনেই মনোনয়ন পেশ করেছে তৃণমূল। আগামী ৪ মে নির্বাচন হবে। এই পরিস্থিতিতে উপভক্তারা দলে দলে তাঁদের জমানো টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ। সমবায় ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ দিনে এক কোটিরও বেশি টাকা তোলা হয়েছে।
advertisement
advertisement
পরিচালন কমিটির সদস্যদের দাবি, বর্তমান শাসক দল এর আগে জোর করে জয়নগর পুরসভা ও পঞ্চায়েত জিতেছে। একাধিক সমবায়ও তারা ভয় দেখিয়ে দখল করেছে বলে অভিযোগ। এখানেও তেমন কিছু হতে পরে বলে আশঙ্কা অনেকের। সেক্ষেত্রে ক্ষমতায় এলে সমবায়ের টাকা নয় ছয় হতে পারে বলে আশঙ্কা থেকেই মানুষ টাকা তুলে নিচ্ছেন বলে অভিযোগ একাংশের।
advertisement
যদিও শাসক দল এই অভিযোগ মানেনি। তাদের দাবি, মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে। নির্ভয়ে টাকা রাখার আবেদন জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এই সমবায় ব্যাঙ্ক অনেক বেশি স্বচ্ছতা নিয়ে চলবে।
— সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank News: দলে-দলে মানুষ আসছেন, তুলে নিচ্ছেন সব সঞ্চয়ের টাকা! দক্ষিণ বারাসতের এই ব্যাঙ্কে কী এমন হল জানেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement