Bank: ব্যাঙ্ক থেকে বেরনো মাত্রই বৃদ্ধের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা কোন্নগরে! সব খোয়ালেন, সাবধান হোন আপনিও
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Bank: সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হুগলি: সাবধান হোন আপনিও! নাহলেই চোখের নিমেষে আপনার সঙ্গেও ঘটতে পারে এমন ঘটনা। ভর দুপুরে জনসমক্ষে ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কোন্নগরে। জন বহুল রাস্তার মধ্যে সাইকেল থেকে টাকা সমেত ব্যাগ তুলে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি কোন্নগর ক্রাইপার রোড সংলগ্ন মনসাতলা এলাকার। সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কোন্নগর দেবপাড়ার বাসিন্দা মনীন্দ্রনাথ রায়। পেশায় তিনি একজন সরকারি কর্মী ছিলেন। অবসর হওয়ার পর পূর্ণ করে বাড়ি কিনে থাকতে শুরু করেন। বুধবার সকালে ১১ টা নাগাত স্টেট ব্যাংকে আসেন পেনশনের টাকা তুলতে। ৩২ হাজার ৫০০ টাকা মোট পেনশনের টাকা তুলে তিনি একটি হ্যান্ড ব্যাগে করে সাইকেলে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় বাজার করার জন্য তিনি দাঁড়ান।
advertisement
আরও পড়ুন: হাওড়া স্টেশনে কেন নেই ‘১৬ নম্বর’ প্ল্যাটফর্ম? বিরাট রহস্য কিন্তু! শুনলে তাজ্জব হয়ে যাবেন!
advertisement
তখনই তার চোখের নিমেষে সাইকেল থেকে সেই টাকা সমেত ব্যাগ তুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। সমস্ত ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।সিসিটিভিতে দেখা যাচ্ছে, নীল রঙের গেঞ্জি পরা কাঁধে কালো ব্যাগ নিয়ে একটি ছেলে সাইকেল থেকে টাকার ব্যাগটি তুলে নেয়। তারপরে তার সহযোগীকালো রঙের জামা পড়ে অন্য একটি ছেলে লাল রঙের টোটো নিয়ে এগিয়ে আসে এবং সেই টোটোতে উঠে পড়ে ওই ছিনতাইবাজ।
advertisement
ঘটনার খবর পাওয়া পড়েই তদন্তে নামে কোন্নগর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি দেখে দই সন্দেহভাজনকে সনাক্ত করেছে ইতিমধ্যেই পুলিশ। দুজনের মধ্যে একজন পেশায় টোটো চালক। ঘটনার সঙ্গে একটি টোটো জড়িত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান টোটোটি উত্তরপাড়া এলাকার। ছিনতাই করে ক্রাইফার রোড দিয়ে স্টেশন পেরিয়ে কানাইপুরের দিকে পালায় দুই দুষ্কৃতী। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে দুষ্কৃতীদের ধরতে ময়দানে পুলিশের আধিকারিকরা।
advertisement
—- রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2024 5:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bank: ব্যাঙ্ক থেকে বেরনো মাত্রই বৃদ্ধের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা কোন্নগরে! সব খোয়ালেন, সাবধান হোন আপনিও