একটা ফোনেই সর্বনাশ! অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ১১ লক্ষ টাকা! আপনিও 'এই' ভুল করছেন না তো?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Bank Fraud: ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে পরিতোষবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, এটিএম ভেরিফিকেশন ও আপডেটের জন্য ফোন করেন অভিযুক্ত যুবক। এরপর অভিযোগকারীর তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ লক্ষ ২০ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ।
বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ ব্যাঙ্কে নথিপত্রের আপডেট ও ভেরিফিকেশনের নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। এই নিয়ে বারাসাত সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বারাসাত নপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী পরিতোষ কুমার গুহ। এবার সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ১ যুবক।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম অনিমেষ মন্ডল। তিনি ব্যাঙ্ক কর্মীর পরিচয়ে পরিতোষবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, এটিএম ভেরিফিকেশন ও আপডেটের জন্য ফোন করেন। সেখানে তাঁর থেকে বেশ কিছু ওটিপি নেওয়ার পর কাজ সম্পন্ন হয়েছে বলে ফোন রেখে দেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ গলদা চিংড়ি ছাড়া সম্পূর্ণ নয় ‘এই’ কালীপুজো! বসিরহাটের ইটিন্ডায় অটুট ৪০০ বছরের রীতি
এরপরই আচমকা অভিযোগকারীর তিনটি অ্যাকাউন্ট থেকে প্রায় ১১ লক্ষ ২০ হাজার টাকা কেটে নেওয়া হয়। এদিকে ব্যাঙ্কে এই বিষয়ে যোগাযোগ করা হলে পরিতোষবাবুকে পরিষ্কার জানানো হয়, ব্যাঙ্কের মারফত কোনও ফোন কলে এই ধরনের কাজ হয় না। বাধ্য হয়ে তিনি বারাসাত সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
পরিতোষবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়। এরপর মাইকেল নগর এলাকা থেকে অভিযুক্ত অনিমেষকে গ্রেফতার করে বারাসাত সাইবার থানার পুলিশ। ধৃতকে আজ বারাসাত জেলা আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 16, 2025 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একটা ফোনেই সর্বনাশ! অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ১১ লক্ষ টাকা! আপনিও 'এই' ভুল করছেন না তো?