Bank Fire: ব্যাঙ্কের ভল্ট ঘরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই গ্রাহকদের নথি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Bank Fire: বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলাজুড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝড়-বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বুধবার সকালে ওমরপুরের স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, ইউকো ব্যাঙ্কের শাখা থেকে ধোঁয়া বেরোচ্ছে
মুর্শিদাবাদ: ব্যাঙ্কের ভল্ট যে ঘরে রাখা আছে সেখানে ভয়াবহ আগুন লেগে পুড়ে গেল সবকিছু। গ্রাহকদের লোনের নথিপত্র থেকে শুরু করে জমা রাখা দলিল, সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে রঘুনাথগঞ্জের ওমরপুরের ইউকো ব্যাঙ্কের শাখায়।
বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলাজুড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঝড়-বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বুধবার সকালে ওমরপুরের স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, ইউকো ব্যাঙ্কের শাখা থেকে ধোঁয়া বেরোচ্ছে। জানলা দিয়ে ধোঁয়া দেখতে পেতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং দমকলকে। যদিও স্থানীয়দের অভিযোগ, দমকলের গাড়ি আসতে দেরি করেছে। তার ফলেই আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
ব্যাঙ্কের কর্মীরা জানান, ব্যাঙ্কের ভল্ট যেখানে আছে সেই ঘরেই আগুন লাগে। বেশ কিছু নথিপত্র পুড়ে গিয়েছে। তবে কীভাবে সাত সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না ব্যাঙ্কের কর্মীরা। এদিকে দমকলের আধিকারিকরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে প্রাথমিকভাবে অনুমান। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানান দমকল আধিকারিকরা।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2024 1:57 PM IST