East Medinipur News: বাংলাদেশ থেকে দিঘা সাইকেলে,  সঙ্গে স্বাস্থ্য সচেতানতার বার্তা!

Last Updated:

২২ জানুয়ারি দার্জিলিং থেকে সাইকেলিং করে যাত্রা শুরু হয় তার দিঘার উদ্দেশ্যে। দার্জিলিং থেকে দিঘা ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন ৮ দিনে। 

+
সাইকেলে

সাইকেলে করে দিঘায় বাংলাদেশি যুবক

পূর্ব মেদিনীপুর, দিঘা : বাংলাদেশ থেকে দিঘা সাইকেলে করেস্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়েএলেনএক যুবক। “হার্টকে সুস্থ রাখুন সাইকেলিং এর অভ্যাস গড়ুন।” এই স্লোগানকে সামনে রেখে মানবিক বার্তা নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বিশেষ বার্তা মহম্মদ আল আমিন এর। সাইকেলিং করে তিনি বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙ্গা গ্রামে বাড়ি মহম্মদ আল আমিন এর। ২১ জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসে তিনি। ২২ জানুয়ারি দার্জিলিং থেকে সাইকেলিং করে যাত্রা শুরু হয় তার দিঘার উদ্দেশ্যে। দার্জিলিং থেকে দিঘা ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন ৮ দিনে।
সারাদিনে গড়ে ১২০ কিলোমিটার সাইকেল চালিয়েছে তিনি। সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি পরিমাণ সাইকেল চালিয়েছেন। সোমবার রামনগরে আসার পর রামনগর এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় বাংলাদেশী এই যুবককে। সাইকেলিং এর জার্নি কমপ্লিট করে খুবই খুশি সে। রামনগর এক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায়, রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বাংলাদেশী এই যুবককে সম্বর্ধনা প্রদান করে।সোমবার সন্ধ্যায় দিঘায় পৌঁছে পাহাড় থেকে সমুদ্র সাইকেলিং এর অভিযান শেষ করে করে মহম্মদ আল আমিন।
advertisement
advertisement
প্রাক্তন সাংবাদিক তথা সাইকেলিং প্রেমী শান্তনু সাহা রামনগরে মহম্মদ আল আমিনকে স্বাগত জানান। তিনি বলেন বাংলাদেশের এই যুবকের সাইকেলিং এর সঙ্গেস্বাস্থ্য সচেতনতার বার্তা যুবসমাজকে অনেকটাই উদ্বুদ্ধ করবে। বাংলাদেশেরসঙ্গে পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতিকে নিজের চোখে দেখা ও তা সম্পর্কে তথ্য সংগ্রহ করাই আরও তার এক উদ্দেশ্য বলে জানান মহম্মদ আল আমিন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার যোগসূত্র নিয়েই অনেক তথ্য সংগ্রহ করাও তার এই অভিযানের সঙ্গী।
advertisement
মহম্মদ আল আমিন এর মুখে এখন সাফল্যের চওড়া হাসি। আগামী দিনে আয়রন ম্যান হতে চান তিনি। বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে যেকাহিনী শুরু হয়েছিল তা দেশের গণ্ডি পেরিয়ে ভারতবর্ষের দিঘায় এসে উঠেছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অসম্ভব এর মাঝে সম্ভব শব্দবন্ধটি যেন খুঁজে পেয়েছেন তিনি। স্বাস্থ্য সচেতনতার এই অভিনব বার্তা তুলে দিতে সাইকেলে করে দিঘা এলেন বাংলাদেশী যুবক।
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: বাংলাদেশ থেকে দিঘা সাইকেলে,  সঙ্গে স্বাস্থ্য সচেতানতার বার্তা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement