Bangla Video: 'চোরের ১০ দিন তো গৃহস্থের একদিন'! চম্পট দেওয়ার সময় হাতেনাতে পাকড়াও

Last Updated:

Bangla Video: লোহার যন্ত্রাংশ চুরি করার কথা স্বীকার করে নিয়েছেন ধৃত ব্যক্তি। যদিও তিনি ক্যামেরার সামনে বলেন, এটাই ছিল তার প্রথমবার

+
লোহার

লোহার যন্ত্রাংশ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা 

পশ্চিম বর্ধমান: কথাতেই আছে চোরের ১০ দিন তো, গৃহস্থের একদিন। অর্থাৎ চোর চুরি করে ১০ দিন ফাঁকি দিতে পারলেও, তাকে একদিন ধরা পড়তেই হয়। আর সেই একটা দিনই গৃহস্থের কাছে যথেষ্ট। আসানসোলের ছবিটা যেন তেমন কথাই বলছে। প্রশাসন এবং স্থানীয়দের ফাঁকি দিয়ে রেলের যন্ত্রাংশ চুরি চলছিল। কিন্তু শেষরক্ষা হল না।
আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত নতুনডিহি রেলগেট এলাকায় এই ঘটনা ঘটেছে। এটি আদ্রা ডিভিশনের অন্তর্গত। সেখানেই কেবিন ঘর থেকে চুপিসারে নিয়ে যাওয়া হচ্ছিল লোহার যন্ত্রাংশ। রেলের যন্ত্রাংশ প্রশাসনের নজর এড়িয়ে চুরি করা হচ্ছিল। কিন্তু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতেনাতে ধরা পড়ল চোর। সঙ্গে থাকা সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও, অপরজন স্থানীয়দের কাছে ধরা পড়ে যান। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।
advertisement
advertisement
লোহার যন্ত্রাংশ চুরি করার কথা স্বীকার করে নিয়েছেন ধৃত ব্যক্তি। যদিও তিনি ক্যামেরার সামনে বলেন, এটাই ছিল তাঁর প্রথমবার। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ফাঁকা পেলেই রেলের বিভিন্ন লোহার জিনিসপত্র প্রশাসনের নজর এড়িয়ে চুরি করে এমন দুষ্কৃতীরা। ফলে সরকারি সম্পত্তি চুরি হয়। পাশাপাশি এলাকায় দুষ্কৃতিদের উপদ্রব বাড়ে। আবার এই সমস্ত যন্ত্রাংশ বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে বসে নেশার আসর।
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, কেবিন ঘর থেকে বড় বড় লোহার বিভিন্ন টুকরো নিয়ে পালানোর চেষ্টা করছিল দু’জন। এরপর স্থানীয়দের দেখে একজন চম্পট দিলেও আরেকজনকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয়রা। এরপর রেল পুলিশকে খবর দেওয়া হয়। রেল পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে। তারপর খবর দেওয়া হয় বার্নপুর থানায়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে গিয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: 'চোরের ১০ দিন তো গৃহস্থের একদিন'! চম্পট দেওয়ার সময় হাতেনাতে পাকড়াও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement