Bangla Video: রাতের শহরের নিরাপত্তায় বাড়তি নজর জেলা পুলিশের

Last Updated:

Bangla Video: দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা আঁটোসাঁটো করার লক্ষ্যে পুলিশি ব্যবস্থায় জোর দিয়েছে জেলা পুলিশ

+
রাতে

রাতে পুলিশ টহলদারি 

দিঘা: শহরের রাতের নিরাপত্তায় একগুচ্ছ পরিকল্পনা জেলা পুলিশের। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের শীর্ষকর্তাদের নেতৃত্বে শুরু হল বিশেষ নজরদারি। শহরগুলিতে অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর পুলিশ। লক্ষ্য রাতের বেলায় সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের সুরক্ষা বজায় রাখা। যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে সাধারণ নাগরিক যাতায়াত করতে পারেন।
স্থানীয় থানার পুলিশের টহল আগে থেকেই নিয়মিত ছিল। এখন থেকে অতিরিক্ত হিসেবে শহরের রাতের নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা আঁটোসাঁটো করার লক্ষ্যে পুলিশি ব্যবস্থায় জোর দিয়েছে জেলা পুলিশ। পর্যটকদের সুরক্ষায় বিভিন্ন সৈকতে থানাগুলির টহলদারির পাশাপাশি এবার জেলা পুলিশের পক্ষ থেকেও বিশেষ নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্য জানান, রাতে বিভিন্ন সময়ে পুলিশের শীর্ষ অধিকারিকরা জেলার বিভিন্ন শহরে নিরাপত্তা ব্যবস্তার তদারকি করবেন। পর্যটকদের সুরক্ষার বিষয়টিতে যথেষ্ট গুরত্ব দেওয়া হচ্ছে। বড়কর্তারা থেকে মহিলা আধিকারিকরাও এই কর্মসূচিতে সামিল হয়েছেন। জেলায় এই মুহূর্তে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১০ জন ডিএসপি পদমর্যাদার অফিসার আছেন। তাঁরা এই পর্বে বিশেষ নজরদারিতে অংশ নেবেন বলে খবর।
advertisement
এর পাশাপাশি রয়েছে পুলিশের স্পেশাল উইনার্স টিম। তাঁরা পালা করে রোজ রাতে ডিউটি দিচ্ছেন। এর ফলে রাতের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ অনেকটাই নিশ্চিন্ত। ফলে কমবে দুষ্কৃতী-দৌরাত্ম্যও। তমলুক সহ জেলার বেশ কয়েকটি শহর থেকে রাতে নিরাপত্তার অভাবজনিত ও দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ আসছিল। এর ফলে সেগুলি সব নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: রাতের শহরের নিরাপত্তায় বাড়তি নজর জেলা পুলিশের
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement