Bangla Video: বাঙালি না হয়েও আজীবন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করেছিলেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী

Last Updated:

Bangla Video: জন্মসূত্রে তিনি বাঙালি না হয়েও আজীবন বাংলা ভাষার চর্চা করে গেছেন। মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল আচার্যের

+
কান্দির

কান্দির ভুমিপুত্র রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 

মুর্শিদাবাদ: জেলার ভূমি পুত্র ছিলেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ছিলেন বিজ্ঞান সাধক। এইদিন তাঁর ১৬১ তম জন্মবার্ষিকী পালন করা হল। ৫ ভাদ্র তিনি জন্ম গ্রহণ করেছিলেন। যদিও ইংরেজি তারিখ অনুযায়ী ২২ অগস্ট তাঁর জন্মদিন। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে তাঁর জন্মদিন পালন করা হল শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্যে দিয়েই।
আজ‌ও কান্দিতে ত্রিবেদী পরিবার বসবাস করে, আছে তাঁদের দুর্গা মণ্ডপের দালান। কিন্তু বর্তমানে এই মহান আচার্য তথা বিজ্ঞান সাধককে ভুলতে বসেছেন মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। একমাত্র কান্দিতেই তাঁর জন্মবার্ষিকী পালন করা হয়। ১২৭১ বঙ্গাব্দের ৫ ভাদ্র (ইংরেজির ২২ অগস্ট, ১৮৬৪ সাল) জেমো ত্রিবেদী পরিবারের গোবিন্দ সুন্দর ও চন্দ্র কামিনীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন রামেন্দ্র সুন্দর। বাংলা ভাষার একজন স্বনামধন্য লেখক ও বিজ্ঞান সাধক ছিলেন তিনি।
advertisement
advertisement
তাঁর কোন‌ও মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই, তবে তিনি মূলত লেখনির মাধ্যমেই একজন বিজ্ঞানী ও শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন। বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন ও সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলো সহজ বাংলায় পাঠকের উপযোগী করে তুলে ধরেন। জন্মসূত্রে তিনি বাঙালি না হয়েও আজীবন বাংলা ভাষার চর্চা করে গেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের সূচনার আগেই ১৮৭৮ সালে মাত্র ১৪ বছর বয়সে জেমো রাজপরিবারের নরেন্দ্র নারায়ণের কনিষ্ঠ কন্যা ইন্দুপ্রভা দেবীর সঙ্গে তাঁর বিয়ে হয়। শৈশবকাল থেকেই রামেন্দ্র সুন্দর মেধাবী ছিলেন। তিনি ১৮৮১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এনট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং ২৫ টাকা বৃত্তি লাভ করেন।
advertisement
১৮৮৩ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণপদক ও বৃত্তি পান। একই কলেজ থেকে ১৮৮৬ সালে বিজ্ঞানে অনার্স সহ বি.এ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৮৮৭ সালে এম.এ পরীক্ষায় বিজ্ঞানশাস্ত্রে স্বর্ণপদক ও পুরস্কার সহ প্রথম স্থান পান এবং ১৮৮৮ সালে পদার্থবিদ্যা ও রসায়নে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পান। ১৮৯২ খ্রীষ্টাব্দে রিপন কলেজে পদার্থ বিজ্ঞান ও রসায়নশাস্ত্রের অধ্যাপক হন। পরে প্রথমে ছয় মাসের জন্য অস্থায়ী অধ্যক্ষ এবং শেষে স্থায়ী অধ্যক্ষ হন। ২৩ জৈষ্ঠ, ১৩২৬ বঙ্গাব্দে (ইংরেজির ৬ জুন, ১৯১৯ সাল) রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রয়াত হন।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বাঙালি না হয়েও আজীবন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করেছিলেন আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement