Bangla Video: গণপিটুনি ঠেকাতে পুলিশের প্রচার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bangla Video: এখনও পর্যন্ত সুন্দরবন পুলিশ জেলায় এমন ঘটনা না ঘটলেও অন্যান্য জায়গা থেকে গণপিটুনি নিয়ে যে সমস্ত খবর আসছে তার জেরেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ
দক্ষিণ ২৪ পরগনা: গণপিটুনির মত ঘৃণ্য অপরাধ রুখতে নামখানায় মাইকে প্রচার করল পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার পক্ষ থেকে এই মাইক প্রচার চালানো হয়। মাইক প্রচার চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত অফিসার বিভাস সরকার। শুধুমাত্র মাইক প্রচার নয়। এরসঙ্গে বিভিন্ন জায়গায় পোস্টারিংও করা হয়েছে। এমন ঘটনা ঘটলে বা সন্দেহজনক কাউকে দেখলেই দ্রুত থানার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
কিন্তু হঠাৎ কেন এই উদ্যোগ? জানা গিয়েছে, এখনও পর্যন্ত সুন্দরবন পুলিশ জেলায় এমন ঘটনা না ঘটলেও অন্যান্য জায়গা থেকে গণপিটুনি নিয়ে যে সমস্ত খবর আসছে তার জেরেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই প্রচার চালানো হয়েছে।
advertisement
advertisement
এই নিয়ে স্থানীয় বাসিন্দা সহদেব বেরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই প্রচার চলার জন্য সকলের মধ্যে সচেতনতা বাড়বে। ফলে গণপিটুনির মত ঘৃণ্য কাজের হার কমবে। প্রচার চলাকালীন গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে গণপিটুনির মত কাজ ঘটলে দেশের নতুন আইন ন্যায় সংহিতা অনুযায়ী তার কী শাস্তি হবে সেই দিকটিও প্রচার করা হয়েছে। ফলে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 9:22 PM IST