Bangla Video: সাফাই কর্মীদের জন্য বিরাট আয়োজন! ঠিক কী হল

Last Updated:

Bangla Video: সাফাই কর্মীরা তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য পুরসভা থেকে সামান্য কিছু অর্থই পান। স্বল্প কিছু টাকার বিনিময়ে এই প্রখর গরমেও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন সাফাই কর্মীরা

+
মানবিক

মানবিক উদ্যোগ

উত্তর ২৪ পরগনা: সকাল থেকেই প্রখর রোদ, চলছে তাপপ্রবাহ। আর তার মধ্যেই পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাস্তায় ঝাড়ু মারা থেকে শুরু করে নর্দমা ও নোংরা আবর্জনা পরিষ্কার করতে ব্যস্ত সাফাই কর্মীরা। এটাই ওঁদের রোজনামচা। সেই তাঁদের জন্য অভূতপূর্ব মানবিক উদ্যোগ নিতে দেখা গেল স্থানীয় জনপ্রতিনিধিকে।
এই সাফাই কর্মীরা তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য পুরসভা থেকে সামান্য কিছু অর্থই পান। স্বল্প কিছু টাকার বিনিময়ে এই প্রখর গরমেও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অক্লান্ত পরিশ্রম করছেন সাফাই কর্মীরা। সকালে নিয়ম করে বাড়ি বাড়ি গিয়ে ময়লা সংগ্রহ করা থেকে নর্দমা পরিষ্কার, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের সুস্থভাবে বাঁচার পরিবেশ তৈরি করে দিচ্ছেন। এই তীব্র গরমে তাঁদের সুস্থতা কামনা করা লোকের সংখ্যা প্রায় নেই বললেই চলে।
advertisement
advertisement
এই সাফাই কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁদের গ্লুকনডি ও পুষ্টিকর টিফিন তুলে দিয়ে মানবিক দৃষ্টান্তের নজির গড়লেন নব ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শিক্ষিকা শোভা রায়। এদিন নিজের বাড়িতে ডেকে ওয়ার্ডের সাফাইকর্মীদের হাতে গ্লুকনডি ও টিফিন তুলে দেন। ওই জনপ্রতিনিধি জানান, প্রচন্ড গরমে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে অক্লান্ত পরিশ্রম করে চলেন এই সাফাইকর্মী থেকে ঝাড়ুদাররা। তাঁদের পাশে থেকে সুস্থতা কামনা করেই এই সামান্য পদক্ষেপ। একজন জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগে খুশি ও আনন্দিত সাফাইকর্মীরাও। আগামী দিনে সাফাই কর্মীদের এমন মানবিকতা দেখাক সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকেও সেই আবেদনও জানালেন তাঁরা।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: সাফাই কর্মীদের জন্য বিরাট আয়োজন! ঠিক কী হল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement