Bihu Festival: এই উৎসবে হাতির সঙ্গে খেলে মারান উপজাতির মানুষরা
- Published by:kaustav bhowmick
- local18
Last Updated:
Bihu Festival: তিনসুকিয়া জেলার তরণী গ্রামে হাতিদের পুকুরে এনে স্নান করানো ও সেবা সুশ্রুষার মধ্য দিয়ে এই বিশেষ ধরনের বিহুর রীতি উদযাপন করা হয়
নিজস্ব প্রতিবেদন: বিহু মানেই পশ্চিমবঙ্গের বাঙালির কাছে নাচ-গান। অসমের মানুষের বিশেষ লোক উৎসব বিহু, এটাই মূলত আমাদের ধারণা। কিন্তু অসমের লোকাচার মেনে বিহু উৎসবের পরিধি বহু বিস্তৃত। আচ্ছা আপনি কখনও ধুরাই বিহু বা রঙ্গোলি বিহুর কথা শুনেছেন?
অসমের তিনসুকিয়া জেলার তরণী গ্রামে হাতিদের পুকুরে এনে স্নান করানো ও সেবা সুশ্রুষার মধ্য দিয়ে এই বিশেষ ধরনের বিহুর রীতি উদযাপন করা হয়। গ্রামের মধ্যে থাকা একটি বড় পুকুর বা ডোবায় স্নান করানোর সময় হাতিদের সে কী বিপুল উৎসাহ থাকে। অসমের মারান উপজাতির মানুষরা মূলত উরুকা ও গরু বিহু উদযাপনের মধ্য দিয়ে এই রীতি পালন করেন। এছাড়াও তারা মনু বিহু প্রথাও উদযাপন করে থাকেন।
advertisement
advertisement
প্রথা মেনে বোহাগের প্রথম মঙ্গলবার থেকেই মারান উপজাতির মানুষেরা বিহু উদযাপন শুরু করেন। ঐদিন উরুকার পর পরের দিন গরু বিহু পালিত হয়। আর তারই অন্যতম রীতি হল হাতিদের পুকুরে নিয়ে গিয়ে দলাই মালাই করে স্নান করানো। এটাকে অত্যন্ত পবিত্র প্রথা বলে তাঁরা মনে করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 26, 2024 9:21 AM IST