Bangla News: ধারাল অস্ত্র দিয়ে এ কী করল স্ত্রী! ‌পুরুষাঙ্গ কেটে গেল স্বামীর, কান্দিতে চাঞ্চল্য

Last Updated:

Bangla News: রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মুর্শিদাবাদ: স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ খোদ স্ত্রীর বিরুদ্ধে। নজির বিহীন এই ঘটনা কান্দি থানার অন্তর্গত শ্রীকন্ঠপুর গ্রামের। জানা যায়, সোমবার সকালে নুরুল ইসলাম নামের এক ব্যক্তি নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই হঠাৎ করে তার স্ত্রী নার্গিস পারভিন একটি ধারাল অস্ত্র নিয়ে নুরুল ইসলামের যৌনাঙ্গ কেটে ফেলে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলামকে পরিবারের সদস্যরা উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুরুল ইসলাম। ঘটনার পর কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। কান্দি থানার পুলিশ পরিবারের সদস্যদের কাছে অভিযোগ পেয়ে নার্গিস পারভিন নামের ওই মহিলাকে আটক করে কান্দি থানায় নিয়ে যায়।
advertisement
advertisement
যদিও ঘটনার পর শোরগোল পড়ে যায় গোটা এলাকায়, এবং ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। তবে কী কারণে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলল স্ত্রী সেই প্রশ্নের উত্তর এখন অধারা।
আহত অবস্থায় নুরুল ইসলাম বলেন, ”আজকে সকালে কোনও কারণ ছাড়াই হঠাৎ আমার যৌনাঙ্গে আঘাত করে স্ত্রী। পরিবারের সদস্যরা উদ্ধার করে আমাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য।” অন্যদিকে এই ঘটনার পরে নুরুল ইসলামের পরিবারের সদস্যরা গৃহবধূর শাস্তির দাবি করেছেন।
advertisement
—— কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ধারাল অস্ত্র দিয়ে এ কী করল স্ত্রী! ‌পুরুষাঙ্গ কেটে গেল স্বামীর, কান্দিতে চাঞ্চল্য
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement