Bangla News: ফের সেপটিক ট্যাঙ্কের কাজে নেমে মৃত্যু, কুয়ো খুড়তেই প্রাণ গেল দুই শ্রমিকের! মেমারিতে মর্মান্তিক ঘটনা

Last Updated:

Bangla News: কুয়ো খোঁড়ার জন্য সেপটিক ট্যাঙ্কের নীচে নামেন দু'জন। নামার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই প্রাণ শেষ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বর্ধমান: সেপটিক ট্যাঙ্কের জন্যে কুয়ো খুঁড়তে গিয়ে মৃত্যু হল ২ শ্রমিকের। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। রবিবার দুপুরে দেহ দু’টি উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে ময়নাতদন্তের জন্যে মেমারি থানার পুলিশ পাঠায়। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির উত্তর কৈলাশপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে কৈলাশপুরের বাসিন্দা দেবাশিস সিংহ রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের জন্যে কুয়ো খোঁড়া হচ্ছিল। কুয়ো খোঁড়ার জন্য সেপটিক ট্যাঙ্কের নীচে নামেন দু’জন। নামার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। উপরে থাকা তিন শ্রমিক ও বাড়ির মালিকের ছেলে অসুস্থ হওয়া শ্রমিকদের উদ্ধার করতে গেলে তাঁরাও অসুস্থ হয়ে পরেন।
আরও পড়ুন: বনগাঁয় বসে মেয়েদের ‘উধাও’ করার চক্র? বাংলাদেশ যোগ পেতেই NIA-এর হাতে বিরাট তথ্য! গ্রেফতার ২
খবর দেওয়া হয় জেলা বিপর্যয় মেকাবিলা দফতর ও দমকলকে। অসুস্থদের দুই শ্রমিককে উদ্ধার করতে নামা চারজনকে কোনও রকমে উদ্ধার করে মেমারি গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। কুয়োর নীচে থাকা অসুস্থ দু’জনকে অক্সিজেন মাক্স পরে ফায়ার বিগ্রেডের কর্মীরা উদ্ধার করে বর্ধমান মেডিকেলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: শ্রাদ্ধের দিন সমাধিতে এমন কাণ্ড! দৃশ্য দেখে শিউরে উঠছেন লাহিলের বাসিন্দারা, অবিশ্বাস্য ঘটনা
পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন কালনার ধাত্রীগ্রামের সাবির আলি প্রধান ও হুগলির পাণ্ডুয়ার জৈনক সামু। পুলিশের প্রাথমিক অনুমান, বিষাক্ত গ্যাসের কারণেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের।
শরদিন্দু ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফের সেপটিক ট্যাঙ্কের কাজে নেমে মৃত্যু, কুয়ো খুড়তেই প্রাণ গেল দুই শ্রমিকের! মেমারিতে মর্মান্তিক ঘটনা
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement