Bangla news : দমদমে এসি সরানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা! গ্রেফতার দুই প্রতারক

Last Updated:

Bangla news : ধৃতদের আগামিকাল ব্যারাকপুর আদালতে তোলা হবে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে।

দমদমে এসি সরানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা! গ্রেফতার দুই প্রতারক
দমদমে এসি সরানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা! গ্রেফতার দুই প্রতারক
#উত্তর২৪পরগনা: এসি সরানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনায় দুই প্রতারককে গ্রেফতার করল দমদম (Dum Dum) থানার পুলিশ। ধৃতদের আগামিকাল ব্যারাকপুর আদালতে তোলা হবে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই প্রতারকের নাম ইন্দ্রনীল সিনহা ও শ্যামল বালা। পুলিশ সূত্রে আরও খবর, গত বছর অগাস্ট মাসে রেশমি কেয়াল নামে এক ভদ্র মহিলা থানায় অভিযোগ জানান যে, এসি সরানোর নাম করে তাঁর থেকে একটি সংস্থা ৭ হাজারের থেকে কিছু বেশি টাকা নেন।
কিন্তু তারপরে আর তার এসি সারাতে ওই সংস্থা কোনও লোক পাঠায়নি। তিনি বারংবার সংস্থায় যোগযোগ করলেও কেউ আসেননি। এরপরে তিনি দমদম (Dum Dum) থানায় লিখিত অভিযোগ করেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ এই ধরনের আরও বেশ কয়েকটি অভিযোগ পায়। দেখা যায় মহিলার মতো অনেকেই এসি সরানোর জন্য অনলাইনে ওই সংস্থায় ফোন করেন। এরপরে সংস্থা বাড়িতে লোক পাঠায়। তারপরে বার্ষিক মেইনটেনেন্সের নাম করে কারও থেকে পাঁচ হাজার, তো কারো কাছ থেকে সাত হাজার টাকা পর্যন্ত নিয়েছে।
advertisement
advertisement
কিন্তু কোনও রকম পরিষেবা প্রদান করা হয়নি। এমনকি ভিন্ন রাজ্যের বাসিন্দাদেরও এরা এই ভাবে প্রতারিত করেছে। তদন্তে আরও জানা যায় এমন অনেকে আছেন যাঁরা অভিযোগ পর্যন্ত জানাননি। এর পরেই দীর্ঘ ছয় মাস ধরে তদন্ত চালিয়ে ফোনের টাওয়ার লোকেশনের মাধ্যমে দমদম থেকে শ্যামল বালা নামে এক প্রতারককে গ্রেফতার করে দমদম (Dum Dum)থানার পুলিশ। এর পরে তাকে জিজ্ঞাসাবাদ করে বারাসাত থানা এলাকা থেকে ইন্দ্রজিৎ সিনহা নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
advertisement
পুলিশ সূত্রে খবর, প্রতারণার অঙ্ক কয়েক লক্ষ টাকা। সূত্রের আরও খবর, ধৃতদের আগামীকাল ব্যারাকপুর আদালতে তোলা হবে। ধৃতদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই চক্রের জাল কত দূর পর্যন্ত তারা ছড়িয়েছে এবং কতজনকে তারা তাদের প্রতারণার ফাঁদে ফেলেছে।
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla news : দমদমে এসি সরানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা! গ্রেফতার দুই প্রতারক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement